সম্প্রতি “জয় বাংলা,এবার ঠেলা সামলা, স্বাস্থ্যমন্ত্রীর সুইজারল্যান্ডের ভিসা বাতিল! এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে সুইজারল্যান্ড ইমিগ্রেশন পুলিশ। আহারে এত ভাল্লাগছে ক্যারে!” শীর্ষক শিরোনামে একটি স্ক্রিনশট সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সুইজারল্যান্ডে কোন সফর ছিলো না এবং ছড়িয়ে পড়া পোস্টগুলোতে সংযুক্ত দৈনিক মানবজমিনের প্রতিবেদনের স্ক্রিনশটটি এডিটেড।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক মানবজমিনের অনলাইন সংস্করণে ২০২১ সালের ২৮ নভেম্বরে “যে কারণে সুইজারল্যান্ড না গিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, একই দিনে চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, বাংলা ট্রিবিউন সহ একাধিক মূলধারার গণমাধ্যমে জাহিদ মালেকের সুইজারল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসার তথ্য সম্বলিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, সুইজারল্যান্ডে একটি সরকারি প্রোগ্রামে অংশ নিতে গত ২৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে রওনা হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে জরুরি বৈঠকে অংশ নিতে সেসময়ে ঐ সফর বাতিল করে দুবাই থেকে দেশে ফিরে আসেন তিনি। সর্বশেষ, গত ২৭ সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর ব্যুরো সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা সফর করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গুজবের উৎপত্তি
সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলসের সহায়তায় দেখা যায় ‘London Bangla Channel‘ নামের একটি ফেসবুক পেজে গতকাল অর্থাৎ ৩ জানুয়ারি রাত ১১ টা ৬ মিনিটে দৈনিক মানবজমিন এর একটি সংবাদের স্ক্রিনশট সংযুক্ত করে “অনেকে বলে সুইজারল্যান্ডে প্রবেশের অনুমতি বাতিল করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সেদিন দুবাই ইমিগ্রেশন ঢাকার ফ্লাইটে তুলে দেয়…..” শীর্ষক শিরোনামে সর্বপ্রথম পোস্ট করা হয়।
উক্ত পোস্টটি প্রকাশের পর “জয় বাংলা,এবার ঠেলা সামলা, স্বাস্থ্যমন্ত্রীর সুইজারল্যান্ডের ভিসা বাতিল! এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে সুইজারল্যান্ড ইমিগ্রেশন পুলিশ। আহারে এত ভাল্লাগছে ক্যারে।” শীর্ষক নতুন একটি ক্যাপশন ব্যবহার করে দৈনিক মানবজমিনের ঐ প্রতিবেদনের স্ক্রিনশট সংযুক্ত করে স্বাস্থ্যমন্ত্রীর ভিসা বাতিলের দাবিটি দ্রুতই সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এসকল পোস্টগুলোতে মানবজমিনের স্ক্রিনশটটি ছাড়া আর কোন সূত্রের উল্লেখ ছিলোনা।
কি ছিলো প্রচারিত স্ক্রিনশটটিতে?
উক্ত স্ক্রিনশটটিতে মূলত গতকালের তারিখ, সংবাদের শিরোনাম এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছবি লক্ষ করা যায়। অনুসন্ধানের মাধ্যমে দেখা যায় স্ক্রিনশটটি বিকৃত করা বা এডিটেড এবং বিভ্রান্তি ছড়ানোয় স্ক্রিনশটটির বড় অবদান রয়েছে। মূলত দৈনিক মানবজমিনে “যে কারণে সুইজারল্যান্ড না গিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী“ শীর্ষক সংবাদটি গত ২৮ নভেম্বরে প্রকাশিত হয়। আসল প্রতিবেদনটির একটি স্ক্রিনশট ধারণ করে সহজেই লক্ষ করা যায় প্রতিবেদনটির শিরোনামের নিচে ” অনলাইন ডেস্ক (১ মাস আগে) নভেম্বর ২৮, ২০২১, রবিবার, ৩:৪৮ অপরাহ্ন” উল্লেখ করা রয়েছে। এছাড়া প্রতিবেদনের শিরোনামের উপরে অর্থাৎ মানবজমিন লোগোর ঠিক নিচে ক্যালেন্ডার ভিত্তিক তারিখের প্লাগ-ইন চালু করা রয়েছে। মূলত এই তারিখটি প্রতিবেদন প্রকাশের তারিখ নয়, এটি ক্যালেন্ডার ভিত্তিক তারিখ অর্থাৎ যে দিন এই ওয়েবসাইটে প্রবেশ করা হবে উপরে সে দিনের তারিখটিই প্রদর্শিত হবে।
সাম্প্রতিক সময়ে যে স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে সেটাতে ক্যালেন্ডার ভিত্তিক তারিখটির উল্লেখ রেখে শিরোনামের নিচের সময় অর্থাৎ প্রতিবেদন প্রকাশের আসল তারিখ মুছে দেয়া হয়েছে। আরো সহজভাবে বললে স্ক্রিনশটটিতে প্রতিবেদন প্রকাশের মূল তারিখ অর্থাৎ ‘২৮ নভেম্বর ২০২১’ মুছে দিয়ে সেখানে শুধুমাত্র গতকালের ক্যালেন্ডার ভিত্তিক তারিখ (গতকালের তারিখ- ০৩ জানুয়ারি, ২০২১) দৃশ্যমান রাখা হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীরা উক্ত স্ক্রিনশট সম্বলিত তথ্যটি যথাযথভাবে যাচাই না করে প্রচারের ফলে সহজেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বাংলাদেশেই অবস্থান করছিলেন। ওমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে ৩ জানুয়ারি (সোমবার) অর্থাৎ গতকাল অংশগ্রহন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং বৈঠক শেষে সন্ধায় প্রেস ব্রিফিং-এ অংশ নেন তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর সুইজারল্যান্ডের ভিসা বাতিল শীর্ষক দাবির পক্ষে কোনো তথ্যসূত্র সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এম্বাসেডর নাথালি চুয়ার্ডের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টেও এই সংক্রান্ত কোন তথ্য খুঁজে পাওয়া যায়না। পাশাপাশি, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড এম্বাসির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও এই ধরণের কোন তথ্য প্রকাশিত হয়নি।
আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীর পদ্মা সেতু পরিদর্শন সময়ের ছবিকে বিকৃত করে প্রচার
বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে রিউমর স্ক্যানার টিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সুইজারল্যান্ডের ভিসা বাতিলের তথ্যটিকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন।
অর্থাৎ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সুইজারল্যান্ডের ভিসা বাতিল ও তাকে সুইজারল্যান্ড এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়া সংক্রান্ত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: স্বাস্থ্যমন্ত্রীর সুইজারল্যান্ডের ভিসা বাতিল
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Manabzamin: https://m.mzamin.com/article.php?mzamin=304222
- Statement of Public Relations Officer, Ministry of Health and Family Welfare
- Channel i: https://www.channelionline.com/%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B8/
- Ittefaq: https://www.ittefaq.com.bd/amp/304061/%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80
- BD Pratidin: https://www.bd-pratidin.com/minister-spake/2021/11/28/716038
- Bangla Tribune: https://www.banglatribune.com/health/715189/%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B0%E0%A6%93%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%93-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87
- BBC News: https://www.bbc.com/bengali/news-59859509
- RTV: https://www.facebook.com/rtvnews247/videos/678167733172712/
-
Embassy of Switzerland in Bangladesh: https://www.eda.admin.ch/dhaka
-
Switzerland Embassy Twitter: https://twitter.com/SwissAmbBD