ড. ইউনূসের বিরুদ্ধে মামলা লড়তে শেখ হাসিনার আইনজীবী নিয়োগের তথ্যটি ভুয়া

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “ব্রেকিং নিউজ |

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ডা: ইউনুসের বিরুদ্ধে মামলা লড়তে সুইজারল্যান্ড কোট অব জাস্টিসে লইয়ার নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস থেকে সরাসরি ব্রিফিং করছেন সুইজারল্যান্ডের বিখ্যাত আইনজীবী Maike Papantonio”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৪৫ হাজার বার দেখা হয়েছে এবং প্রায় ২ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা লড়তে শেখ হাসিনা আইনজীবী নিয়োগ করেননি এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি উক্ত দাবিটির ক্ষেত্রে পুরোপুরি অপ্রাসঙ্গিক। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আমেরিকান গণমাধ্যম MSNBC এর ইউটিউব চ্যানেলে “Justice Alito torched for another extremist ‘MAGA battle flag’ by Sen. Whitehouse” শিরোনামে গত ২৩ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় যেখানে একই কথাগুলো বলতে শোনা যায়৷ 

Comparison : Rumor Scanner

আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারক অ্যালিটো এর বাড়িতে লাগানো দুইটি পতাকার বিষয়ে ভিডিওটিতে উপস্থাপক মার্কিন সিনেটর শেলডন হোয়াইটহাউসের সাথে আলোচনা করেন। ভিডিওটি থেকে জানা যায়, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারক অ্যালিটো এর ভিন্ন দুইটি বাড়িতে ভিন্ন সময়ে দৃষ্টিগোচর হওয়া ভিন্ন দুইটি পতাকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। ভিডিওটিতে বিচারক অ্যালিটোর বাড়িতে এমন পতাকা দৃষ্টিগোচর হওয়ায় তার সমালোচনা করেন মার্কিন সিনেটর শেলডন হোয়াইটহাউস।

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে গত মে মাসে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, নানা সাক্ষাৎকার ও ছবির বরাতে জানা যায় গত গ্রীষ্মকালে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারক স্যামুয়েল অ্যালিটো জুনিয়রের নিউ জার্সির একটি বাড়িতে একটি চরমপন্থী পতাকা উড়তে দেখা যায়। পতাকাটি হচ্ছে ‘আপিল টু হেভেন’ পতাকা, যাকে Pine Tree Flagও বলা হয়ে থাকে। ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটলে হওয়া দাঙ্গায় দাঙ্গাকারীরা অন্যসব পতাকার সাথে এই পতাকাটিও বহন করেছিল। পতাকাটিকে আমেরিকার বিপ্লবের সাথে সম্পৃক্ত ধরা হলেও এটি নিয়ে বেশ ধোঁয়াশা ছিল৷ তবে, সম্প্রতি এই পতাকাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের প্রতীক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এছাড়া, এর আগে ২০২১ সালে উক্ত বিচারকের ভার্জিনিয়ার বাড়িতে আমেরিকার পতাকা উল্টোভাবে লাগিয়ে উড়াতে দেখা যায়। উল্লেখ্য যে, কিছু ট্রাম্প সমর্থকরা প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতা করে তাদের বাড়ি, গাড়িতে আমেরিকার পতাকা উল্টোভাবে উড়িয়েছিল৷ এ বিষয়ে বিচারক অ্যালিটো জানান, তার প্রতিবেশীদের সাথে ঝামেলা হলে তার প্রতিবাদে তার স্ত্রী আমেরিকার পতাকা উল্টোভাবে লাগিয়েছিলেন। 

মূলত, বিচারক অ্যালিটোর বাড়িতে এরকম পতাকা উড়ানোর বিষয়ে উক্ত ভিডিওতে আলোচনা করা হয়। যেখানে এসব কার্যক্রমের কারণে বিচারক অ্যালিটোর সমালোচনা করা হয়, তেমনিভাবে ট্রাম্পের সাথে সম্পৃক্ত মামলা থেকেও বিচারক অ্যালিটোকে সরিয়ে নেওয়ার দাবির বিষয়ে আলোচনা করা হয়৷ উক্ত ভিডিওটিতে কোথাও ড. মুহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার বিষয়ে কোনো কথা বলা হয়নি।

তাছাড়া, ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিকে সুইজারল্যান্ডের বিখ্যাত আইনজীবী Maike Papantonio দাবি করা হলেও তিনি আদতে মার্কিন আইনজীবী ও সিনেটর শেলডন হোয়াইটহাউস। 

Comparison : Rumor Scanner

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো মামলায় উক্ত আইনজীবীর জড়িত থাকার কোনো প্রমাণ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। বরং, গত জানুয়ারিতে ড. ইউনূসকে হয়রানি বন্ধ করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ১২ জন মার্কিন সিনেটর যার মধ্যে একজন ছিলেন শেলডন হোয়াইটহাউস।

তাছাড়া, Maike Papantonio নামে কোনো সুইজারল্যান্ডের বিখ্যাত আইনজীবীর অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, Mike Papantonio নামে ভিন্ন একজন মার্কিন আইনজীবী এবং উপস্থাপকের সন্ধান পাওয়া যায়। ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো মামলায় উক্ত আইনজীবীর জড়িত থাকার কোনো প্রমাণ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

Comparison : Rumor Scanner

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাথেও যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। বাংলাদেশ আওয়ামীলীগ থেকেও উক্ত দাবিকে ভুয়া এবং গুজব বলে নিশ্চিত করা হয়।

সুতরাং, আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা লড়তে শেখ হাসিনার আইনজীবী নিয়োগের তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img