সম্প্রতি ‘ হানিফ উদ্দীন মিয়া। বাংলাদেশের প্রথম প্রোগ্রামার।‘ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে৷

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হিসেবে হানিফ উদ্দীন মিয়ার যে ছবিটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয় বরং ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা ভিন্ন ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের ওয়েবসাইটে Philippines photo album এর IBM 1620 মডেলের কম্পিউটার সিস্টেমের ছবি হিসেবে এটি ব্যবহার করা হয়েছে।

ছবিটির ক্যাপশন হতে দেখা যায়, ছবিটি ১৯৬৬ সালে ফিলিপাইনে তোলা৷ দেশটির ভূমি অধিদপ্তর আইবিএম ১৬২০ সিস্টেমের এই কম্পিউটার ব্যবহার করছে৷ এছাড়া ছবির ক্যাপশনে এটিকে তৎকালীন সময়ের ছোট ও সহজে বহনযোগ্য কম্পিউটার হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে, হানিফ উদ্দীন মিয়ার ছবি দাবিতে সংযুক্ত তথ্যটির সত্যতা নিশ্চিতে কিওয়ার্ডে সার্চের মাধ্যমে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ জুন Bangladesh’s first computer and the man behind its arrival here শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
পাশাপাশি, বাংলাদেশের আরেকটি ইংরেজি দৈনিক নিউ এইজ- এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৬ ডিসেম্বর Bangla computing: follies all the way শীর্ষক শিরোনামে প্রকাশিত অপর একটি প্রতিবেদন পাওয়া যায়।
মূলত, ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সরকারকে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম IBM Mainframes 1620 নামের কম্পিউটার উপহার দেয়৷ সরকার এটি পাকিস্তান পরমাণু বিদ্যুৎ কমিশনের লাহোর অফিসে স্থাপন করার পরিকল্পনা করলেও তৎকালীন পুরো পাকিস্তানে এটি পরিচালনা করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন পূর্ব পাকিস্তানের হানিফ উদ্দীন মিয়া। এ সময় পাকিস্তান পরমাণু বিদ্যুৎ কমিশনের লাহোর অফিস তাকে লাহোরে আসার প্রস্তাব দেয়। কিন্তু তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে পাকিস্তান পরমাণু বিদ্যুৎ কমিশন এটি ঢাকায় স্থাপন করে৷ উক্ত ঘটনার তথ্যের সাথে ফিলিপাইনের এক ব্যক্তির ছবি সংযুক্ত করে এটি হানিফ উদ্দীন মিয়ার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে হানিফ উদ্দীন মিয়ার যে ছবি ব্যবহার করা হয়েছে তার সঙ্গে ফেসবুক পোস্টে ছড়িয়ে পড়া ছবিটির মিল পাওয়া যায়নি৷


দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত কম্পিউটারের সঙ্গে হানিফ উদ্দীন মিয়ার ছবিটি দিয়ে বাংলাদেশ ডাক বিভাগ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করে।

প্রসঙ্গত, হানিফ উদ্দীন মিয়া ১৯২৯ সালের ১ নভেম্বর নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫১ সালে বিএসসিতেও প্রথম বিভাগ লাভ করেন। এরপর ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে প্রথম শ্রেণীতে স্বর্ণপদকসহ প্রথম স্থান অর্জন করেন। ১৯৬০ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন থিওরি অ্যান্ড অটোমেশন, চেকোশ্লোাভাক একাডেমি অব সায়েন্স, প্রাগ থেকে অ্যানালগ কম্পিউটার টেকনিক এবং ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৬৪ সালে সিস্টেম অ্যানালিসিস, নিউমেরাল ম্যাথমেটিকস, অ্যাডভান্স কম্পিউটার প্রোগ্রামিং, অপারেশন রিসার্চে এমআইটি (যুক্তরাষ্ট্র) কম্পিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৫ সালে আইবিএম রিসার্চ সেন্টার লন্ডন থেকে অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিংয়ে ট্রেনিং করেন।
Also Read: ভারতীয় দর্শকদের কাছে ফিফা বিশ্বকাপ ২০২২ এর টিকিট বিক্রি না করার দাবিটি মিথ্যা
তারপর তিনি ১৯৭৫ থেকে ১৯৮০ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় প্রোগ্রামার অ্যানালিস্ট হিসেবে অ্যানালাইসিস, ডিজাইন, সফটওয়্যার ইমপ্লিমেশন অব কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সংক্রান্তবিষয়ে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করেন। তিনি ২০০৭ সালের ১১ মার্চ মৃত্যুবরণ করেন।
সুতরাং, ১৯৬৬ সালে ফিলিপাইনের ভূমি অধিদপ্তরে আইবিএম ১৬২০ সিস্টেমের কম্পিউটারের সাথে তোলা এক ব্যক্তির ছবিকে বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হানিফ উদ্দিন মিয়ার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- IBM: Philippines photo album
- দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড: Bangladesh’s first computer and the man behind its arrival here
- নিউ এইজ: Bangla computing: follies all the way
- ভোরের কাগজ: বরেণ্য কম্পিউটার প্রোগ্রামার হানিফ জাতীয় বীর