সম্প্রতি ‘ভয়ংকর শিলা বৃষ্টি থেকে বাঁচতে মসজিদে আজান!! লালমনিরহাটে শিলা বৃষ্টিতে প্রান গেলো ৩ কৃষক সহ ১ স্কুলছাত্রীর।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ৩ কৃষকসহ ১ স্কুলছাত্রীর মৃত্যুর দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৮ সালের নীলফামারীর নীলফামারীর জলঢাকা, ডোমার ও ডিমলায় হওয়া শিলাবৃষ্টির ভিডিও। এছাড়া সাম্প্রতিক সময়ে লালমনিরহাটে শিলাবৃষ্টির কোনো ঘটনা ঘটেনি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে BD World নামের একটি চ্যানেলে ২০১৮ সালের ৩১ মার্চ ‘শিলা বৃষ্টির তুফান এক কেজি ওজনের শিলা বৃষ্টি-Terrible hail-শিলাবৃষ্টি একটি গ্রাম চূর্ণ-বিচূর্ণ করেছে‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সঙ্গে সম্প্রতি লালমনিরহাটে শিলাবৃষ্টির দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি Asad Real নামের আরেকটি ইউটিউব চ্যানেলে একই বছরের ৩০ মার্চ ‘ভয়াবহ শিলা বৃষ্টি, ১০০ বছরের রেকর্ড‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিওয়ের সঙ্গেও লালমনিরহাটে শিলাবৃষ্টির দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে অধিকতর অনুসন্ধানে মূলধারার অনলাইন পোর্টাল Bangla Tribune এ ২০১৮ সালের ৩০ মার্চ ‘শিলার আঘাতে ঘরের চাল ফুটো, ফসলের ব্যাপক ক্ষতি‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিলাবৃষ্টির এই ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা,ডোমার ও ডিমলা উপজেলায়। শিলাবৃষ্টির আঘাতে জেলাটির ডোমার ও ডিমলার ১২ ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। এছাড়া ডিমলায় শিলাবৃষ্টিতে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গেও লালমনিরহাটে শিলাবৃষ্টির দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, লালমনিরহাটে শিলাবৃষ্টির দাবিতে প্রচারিত ভিডিওটি ২০১৮ সালের ঘটনা।
মূলত, ২০১৮ সালের ৩০ মার্চ নীলফামারী জেলার জলঢাকা,ডোমার ও ডিমলা উপজেলায় শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এতে ডোমার ও ডিমলার ১২ ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল ফুটো হওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিতে ৩ জনের আহত হন। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নীলফামারী জেলার ২০১৮ সালের এই ঘটনাটিকেই সম্প্রতি লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ৩ কৃষকসহ ১ স্কুলছাত্রীর মৃত্যুর দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে লালমনিরহাটে শিলাবৃষ্টি ও হতাহতের ঘটনার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেটের বিয়ানীবাজার, কুড়িগ্রাম নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলা সহ বেশ কিছু স্থানে শিলাবৃষ্টি পড়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৮ নীলফামারীতে শিলাবৃষ্টির ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ৩ কৃষকসহ ১ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BD World (Youtube): শিলা বৃষ্টির তুফান এক কেজি ওজনের শিলা বৃষ্টি-Terrible hail-শিলাবৃষ্টি একটি গ্রাম চূর্ণ-বিচূর্ণ করেছে
- Asad Real (Youtube): ভয়াবহ শিলা বৃষ্টি, ১০০ বছরের রেকর্ড
- Bangla Tribune: শিলার আঘাতে ঘরের চাল ফুটো, ফসলের ব্যাপক ক্ষতি
- Kaler Kantho: বিভিন্ন স্থানে কালবৈশাখী শিলাবৃষ্টি, ফসলের ক্ষতি
- Daily Inqilab: কুড়িগ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি