সম্প্রতি, অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হননি বরং ২০১৮ সালে এক হলি উৎসবে গৌতম সাহা কর্তৃক অপু বিশ্বাসকে সিঁদুর পড়ানোর দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, গৌতম সাহা ও অপু বিশ্বাসের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভাইরাল ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করলে viewers Tube নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০২ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।
উক্ত ভিডিওটে থাকা গৌতম সাহা এবং অপু বিশ্বাসের ড্রেশ, ব্যাকগ্রাউন্ড, পাশে থাকা মানুষগুলোর হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি হলি উৎসবে গৌতম সাহা কর্তৃক অপু বিশ্বাসকে সিঁদুর দেওয়ার দৃশ্য।
এছাড়া, গৌতম সাহা বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে অপু বিশ্বাসকে বোন বলে পরিচয়ও দিয়েছেন। এমন কিছু পোস্ট দেখুন- এখানে এবং এখানে।
পাশাপাশি, অপু বিশ্বাসও ফেসবুক পোস্টে গৌতম সাহাকে ভাই বলে পরিচয় দিয়েছেন। পোস্ট দেখুন- এখানে।
অর্থাৎ, গৌতম সাহা ও অপু বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হননি। মূলত, ২০১৮ সালের এক হোলি উৎসবে অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনেত্রী অপু বিশ্বাসকে সিঁদুর পড়িয়েন দেন। সম্প্রতি সেই ঘটনার একটি দৃশ্য প্রচার করে দাবি করা হচ্ছে তারা দুইজন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রকৃতপক্ষে, অপু বিশ্বাসের সাথে গৌতম সাহা বিবাহবন্ধনে আবদ্ধ হননি।
সুতরাং, অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহার সাথেঅভিনেত্রী অপু বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gowtom Saha- Facebook Account
- Apu Biswas- Facebook Account
- viewers Tube- Youtube Video
- Gowtom Saha- Facebook Post (1,2)
- Apu Biswas- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis