সম্প্রতি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন এবং লাইভে এসে তিনি তামিম, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহর পাশে আছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় পৌনে তিন লক্ষ বারেরও বেশি। ভিডিওটিতে প্রায় ১২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্লেন ম্যাক্সওয়েল বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় আসেননি বরং ম্যাক্সওয়েলের পুরোনো ভিডিওর ক্লিপ যুক্ত করে ভিত্তিহীন এই দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওতে প্রচারিত আলোচিত দাবি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ক্লিপটির বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
অনুসন্ধানে গ্লেন ম্যাক্সওয়েলের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৩ সালের ৯ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।
ভিডিও থেকে জানা যায়, ম্যাক্সওয়েল উক্ত ভিডিওর মাধ্যমে পরের দিন অর্থাৎ ২০২৩ সালের ১০ মে ফেসবুক লাইভে আসার কথা জানান। তবে এই ভিডিওতে তিনি বিপিএলের বিষয়ে কোনো কথা বলেননি।
মূলত, ২০২৩ সালের ৯ মে গ্লেন ম্যাক্সওয়েল তার অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করে পরদিন ফেসবুক পেজে লাইভ করার কথা জানান। সম্প্রতি উক্ত ভিডিওটির ক্লিপ ব্যবহার করে ম্যাক্সওয়েল বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসে তামিম, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহর পাশে থাকার ব্যাপারে লাইভে করেছেন দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের ভিডিও ফুটেজ ব্যবহার করে তিনি লাইভে এসে এবারের বিপিএলে খেলবেন বলে মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Glenn Maxwell – Facebook Post
- Rumor Scanner’s own analysis