ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালানোর দৃশ্য দাবিতে গাজার ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

ইরান-ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সময়ের সংঘাতের প্রেক্ষিতে ইরানের হামলার ভয়ে ইসরায়েলের মানুষজন পালিয়ে যাচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলের মানুষদের পালানোর ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় অবস্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে ফিলিস্তিনিদের ছুটে যাওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার ভিডিওটিতে @ibrahim.st7 শীর্ষক একটি ওয়াটার মার্ক দেখতে পায়। 

পরবর্তী অনুসন্ধানে ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে  ibrahim.st7 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ জুন প্রচারিত প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়াও উভয় ভিডিওতেই একই ওয়াটার মার্ক দেখতে পাওয়া যায়। পাশাপাশি ভিডিওর শিরোনাম ইংরেজিতে ভাষান্তরের মাধ্যমে জানা যায়, ভিডিওটি ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলে ধারণ করা হয়েছে। এতে গাজাবাসীকে ত্রাণ সহায়তা কেন্দ্রে ছুটে যেতে দেখা যাচ্ছে বলেও শিরোনামে উল্লেখ করা হয়। তবে পাশাপাশি এটিও বলা হয় যে, সহায়তা কেন্দ্রে পৌঁছানোর প্রতিটি মুহুর্তে তাদের মৃত্যুর সম্মুখিন হতে হচ্ছে।

পরবর্তীতে উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, এটি ইব্রাহিম আলসালআউত নামের একজন ফিলিস্তিনি ভিডিওগ্রাফারের অ্যাকাউন্ট। উক্ত অ্যাকাউন্টের প্রোফাইলে গণমাধ্যমের ভেস্ট পরিহিত তার একটি ছবিও দেখতে পাওয়া যায়।

অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে সেদিন প্রচারিত একই স্থানের আরও দুটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। ভিডিওগুলোর শিরোনাম ইংরেজিতে অনুবাদের মাধ্যমে জানা যায়, সেদিন ত্রাণ সহায়তা কেন্দ্রে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। ভিডিওগুলোতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ ব্যক্তিও দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিবিসি এর ওয়েবসাইটে গত ১২ জুন Gaza: Dozens killed while seeking aid in Gaza, hospitals say শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা নিতে গিয়ে রাফায় অবস্থিত সহায়তা কেন্দ্রের কাছেই ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ জন নিহত হয়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার ঘটনার নয়।

সুতরাং, গাজার রাফায় ত্রাণ সহায়তা নেওয়া জন্যে ফিলিস্তিনিদের ছুটে যাওয়া ভিডিওকে ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img