ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের ছবি সম্বলিত নোটটি বর্তমানে প্রচলিত নয়

বিভিন্ন সময়ে ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের ছবি” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে আসছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
 পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হিন্দু দেবতা গণেশের ছবি থাকা ইন্দোনেশিয়ার ২০ হাজার রুপির ব্যাংক নোটটি বর্তমানে দেশটিতে প্রচলিত নেই বরং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০০৮ সালের ৩১ ডিসেম্বর গণেশের ছবি সম্বলিত নোটটির ছাপা বন্ধ করে দেয়।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ২০০৮ সালের ২৬ নভেম্বর “BANK INDONESIA TO REVOKE AND WITHDRAW 4 (FOUR) BANKNOTES FROM CIRCULATION” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্যাংক ইন্দোনেশিয়ার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ব্যাংকটির রেগুলেশন অনুযায়ী, চারটি ব্যাংকনোট বাতিল ও  ছাপা বন্ধ করে দেওয়া হবে৷ এই নোট চারটির মধ্যে গণেশের ছবি সম্বলিত ২০ হাজার রুপির নোটটিও আছে।

পরবর্তীতে ব্যাংক ইন্দোনেশিয়ার ২০১৮ সালের ৩ ডিসেম্বর “EXCHANGING CURRENCY WITHDRAWN FROM CIRCULATION” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক ইন্দোনেশিয়া ২০০৮ সালের ২৫ নভেম্বর ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার ও ১ লাখ টাকার যে নোটগুলো প্রত্যাহার করেছিল, সেগুলো ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ইন্দোনেশিয়ার যেকোনো কার্যালয় থেকে বিনিময় করে নেওয়া যাবে৷ 

এছাড়া বর্তমানে ইন্দোনেশিয়ায় ২০ হাজার রূপির যে নোট চালু রয়েছে, সে নোটগুলোর মধ্যেও গণেশের ছবি সম্বলিত কোনো নোট খুঁজে পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ায় ২০ হাজার রূপির প্রচলিত নোটগুলো দেখুন এখানে, এখানেএখানে। 

মূলত, হিন্দু দেবতা গণেশের ছবি থাকা ইন্দোনেশিয়ার ২০ হাজার রুপির ব্যাংকনোটটি বর্তমানে দেশটিতে প্রচলিত নেই। ২০০৮ সালের ২৫ নভেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ইন্দোনেশিয়া একটি রেগুলেশনের মাধ্যমে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর থেকে যে চারটি ব্যাংকনোট বাতিল ও ছাপা বন্ধ করে দেয় যার মধ্যে গণেশের ছবি সম্বলিত ২০ হাজার রুপির নোটটিও ছিল। এছাড়া বর্তমানে ইন্দোনেশিয়ায় ২০ হাজার রূপির যে নোট চালু রয়েছে, সে নোটগুলোর মধ্যেও গণেশের ছবি সম্বলিত কোনো নোট খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ গণেশের ছবি সম্বলিত ২০ হাজার রূপির নোটটি ইন্দোনেশিয়ায় বর্তমানে চালু নেই।

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের ছবি থাকার দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img