সম্প্রতি, ‘ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর‘ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনাটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের মুর্শিদাবাদের ভরতপুর থানার মদনপুরের ঘটনা।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গত ২২ জানুয়ারিতে ‘ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, গত ২১ জানুয়ারি (শুক্রবার) মুর্শিদাবাদের ভরতপুর থানার মদনপুরে দুই ছেলের মধ্যে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলায় হার-জিত নিয়ে বাকবিতণ্ডার প্রেক্ষিতে দুই পরিবারের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষে এক মহিলাসহ চার জন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে উভই পক্ষই একে অপরের বাড়ি ভাঙচুর করে। এই ঘটনাটিকে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাত দিয়ে ‘ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর’ শীর্ষক শিরোনামে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ একটি প্রতিবেদন প্রকাশ করে।

তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা প্রকাশিত এই সংবাদটি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় সেসকল পোস্টগুলোর কারণে ঘটনাটি বাংলাদেশের কোন স্থানের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়।
আরো পড়ুনঃ ইউটিউবে ভারত বিরোধী অ্যাকাউন্ট বন্ধ করার বক্তব্যটি বাংলাদেশি কোন মন্ত্রীর নয়
উল্লেখ্য, ভারতের মুর্শিদাবাদে ঐ সংঘর্ষের পর স্থানীয়রাই দুই পরিবারের আহতদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
সুতরাং, ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনাটি ‘ভারত’ শব্দ উল্লেখ না করে বাংলাদেশে সামাজিক মাধ্যমে প্রচার করার বিষয়টি বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ফ্রি ফায়ার গেমে হার-জিত নিয়ে সংঘর্ষ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Anandabazar: https://www.anandabazar.com/west-bengal/nadia-murshidabad/four-people-including-a-woman-were-injured-in-a-scuffle-between-two-families-over-a-free-fire-game-dgtld/cid/1324857
- The Daily Campus: https://thedailycampus.com/other-world/84978/%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AB%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0