ইউটিউবে ভারত বিরোধী অ্যাকাউন্ট বন্ধ করার বক্তব্যটি বাংলাদেশি কোন মন্ত্রীর নয়

সম্প্রতি, “ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করা হবে: মন্ত্রী” শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করা বিষয়ক বক্তব্যটি বাংলাদেশের কোন মন্ত্রীর নয় বরং এটি ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য।

অনুসন্ধানে দেখা যায়, ভারত বিরোধী কার্যক্রমের কারণে সম্প্রতি দেশটিতে ২০টি ইউটিউব চ্যানেল এবং দুইটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই ঘটনায় ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিকদের জানায়, ‘আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, আমি খুশি যে বিশ্বের অনেক বড় দেশই এটি স্বীকৃতি দিয়েছে। ইউটিউব নিজেও এগিয়ে এসেছে এবং তাদের বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে’।

Screenshot from The Quint website

মূলত, এই বিষয়টিকে কেন্দ্র করে ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে “ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করা হবে: মন্ত্রী” শীর্ষক শিরোনামে Bangla Tribune এবং Bd24report তাদের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করে।

তবে, বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা উক্ত সংবাদটি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটুকু কপি-পেস্ট করার মাধ্যমে ফেসবুকে প্রচার করছেন ফলে বক্তব্যটি ভারতের একজন মন্ত্রীর হলেও সেখানে ভারত শব্দটি উল্লেখ না থাকায় অর্থাৎ আংশিক তথ্যের প্রচারের কারণে বক্তব্যটি বাংলাদেশের কোন মন্ত্রীর ভেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বাংলা ট্রিবিউনসহ অন্যান্য আরো কিছু ফেসবুক পেজ ও আইডির কমেন্টে বিভ্রান্তির নমুনাঃ

বিরোধী

উল্লেখ্য, গত ১৭ই জানুয়ারি (সোমবার) গুজব ও প্রোপাগান্ডা ঠেকাতে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে সংসদে বক্তব্য দিয়েছিলেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ। তবে তার এই বক্তব্যের সাথে ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করা হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের কোনো সম্পৃক্ততা নেই।

আরো পড়ুনঃ এমপি মুরাদ হাসানের ভি চিহ্ন দেখানো ছবিটি সাম্প্রতিক সময়ের নয়

সুতরাং, ভারতীয় মন্ত্রীর ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করার বক্তব্যটিকে বাংলাদেশে ‘ভারতের মন্ত্রী’ শব্দটি উল্লেখ না করেই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভারতবিরোধী ইউটিউব অ্যাকাউন্ট, ওয়েবসাইট বন্ধ করা হবে: মন্ত্রী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. The Quint: https://www.thequint.com/tech-and-auto/tech-news/youtube-channels-websites-hatching-anti-india-conspiracy-will-be-blocked-information-and-broadcasting-minister-anurag-thakur
  2. NDTV: https://www.ndtv.com/india-news/centre-bans-20-anti-india-youtube-channels-two-websites-2663353

আরও পড়ুন

spot_img