সম্প্রতি, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে তৈরি Faraaz Karim Chowdhury Bd নামের একটি অ্যাকাউন্ট থেকে চট্টগ্রামে বন্যার্তদের সহযোগিতার জন্য অনুদান চেয়ে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রামের বন্যার্তদের সহায়তার জন্য অনুদান চেয়ে ফারাজ করিম চৌধুরী কোনো পোস্ট করেননি বরং তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্যার্তদের সাহায্যে অনুদান চাওয়া হচ্ছে।
অনুসন্ধানের শুরুতেই Faraaz Karim Chowdhury Bd নামের ফেসবুক অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত অ্যাকাউন্টটি গত ১১ আগস্ট খোলা হয়।
কিন্তু ফারাজ করিমের পূর্ব থেকেই একটি ফেসবুক পেজ রয়েছে। পেজটির অ্যাক্টিভিটি পর্যালোচনা করে সহজেই প্রতীয়মান হয়, উক্ত পেজটি ফারাজের আসল পেজ।
পরবর্তীতে, আলোচ্য ভিডিওতে অনুদানের জন্য যে বিকাশ নম্বরটি সরবরাহ করা হয়েছিল সেটিকে ট্রু কলার ওয়েবসাইটে সার্চ করলে ব্যবহারকারীর নাম হিসেবে “Batpar Protarok Fraud Dont Send Money” নাম দেখা যায়।
পাশাপাশি, যে ভিডিও সংযুক্ত করে আলোচ্য ফেসবুক পোস্টে অনুদান চাওয়া হচ্ছে সেটির কি ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ফারাজের আসল ফেসবুক পেজে প্রকাশিত ২০২২ সালের ২০ জুনের একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উক্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, ফারাজ সেসময় সিলেটের বন্যার্ত মানুষের সহযোগিতার উদ্দেশ্যে অনুদান সংগ্রহের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করেন।
অর্থাৎ, চট্টগ্রামের বন্যার্তদের সহায়তার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়নি।
পরবর্তীতে, ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেজ থেকে গত ১২ আগস্ট একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, চট্টগ্রামের বন্যার্তদের জন্য ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাওয়া হয়নি এবং উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া।
মূলত, ২০২২ সালের জুন মাসে সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিত মানুষদের সাহায্যের জন্য অনুদান চেয়ে ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। তার সেই ভিডিও ব্যবহার করে তারই নামে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি বিকাশ নম্বর জুড়ে দিয়ে সম্প্রতি চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক অনুদান চাওয়া হয়। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত অ্যাকাউন্টটি ফারাজ করিম চৌধুরীর নয় এবং তার পক্ষ থেকে চট্টগ্রামের বন্যার্তদের সহায়তার জন্য কোনো প্রকার অনুদানও চাওয়া হয়নি।
উল্লেখ্য, পূর্বে ফারাজ করিম চৌধুরীর অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
প্রসঙ্গত, সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। অকস্মাৎ এই বন্যায় সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
সুতরাং, ফারাজ করিম চৌধুরীর নাম, ছবি এবং পূর্বের ভিডিও ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তিনি চট্টগ্রামের বন্যার্তদের সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Page: Faraaz Karim Chowdhury Bd
- Facebook Page: Faraaz Karim Chowdhury
- দ্য ডেইলি স্টার বাংলা: চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩
- Rumor Scanner’s Own Analysis