সম্প্রতি, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে তৈরি Faraaz Karim Chowdhury নামের একটি অ্যাকাউন্ট থেকে শিবলী সাদিক হৃদয় নামের মৃত এক কলেজ শিক্ষার্থীর বাবাকে সহায়তার জন্য অনুদান চেয়ে একটি পোস্ট ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিবলী সাদিক হৃদয়ের বাবাকে সহায়তার জন্য অনুদান চেয়ে ফারাজ করিম চৌধুরী কোনো পোস্ট করেননি বরং তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে হৃদয়ের বাবাকে সাহায্যের জন্য অনুদান চাওয়া হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে Faraaz Karim Chowdhury নামের ফেসবুক অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত অ্যাকাউন্টটি আজই (১৬ সেপ্টেম্বর) খোলা হয়েছে।
কিন্তু ফারাজ করিমের পূর্ব থেকেই একটি ফেসবুক পেজ রয়েছে। পেজটির অ্যাক্টিভিটি পর্যালোচনা করে সহজেই প্রতীয়মান হয়, উক্ত পেজটি ফারাজের আসল পেজ।
পরবর্তীতে, ফারাজ করিম চৌধুরীর ফেসবুক পেজ থেকে আজ (১৬ সেপ্টেম্বর) একটি পোস্টের (আর্কাইভ) মাধ্যমে নিশ্চিত করা হয় যে, চট্টগ্রামের নিহত শিক্ষার্থীর জন্য ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাওয়া হয়নি এবং উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া।
মূলত, গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামে রাউজানের কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে পুলিশ হৃদয়ের ক্ষত-বিক্ষত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থী হৃদয়ের বাবার জন্য সহায়তার অনুদান চেয়ে Faraaz Karim Chowdhury নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত অ্যাকাউন্টটি ফারাজ করিম চৌধুরীর নয় এবং তার পক্ষ থেকে চট্টগ্রামের নিহত শিক্ষার্থী হৃদয়ের বাবা সহায়তার জন্য কোনো প্রকার অনুদানও চাওয়া হয়নি।
উল্লেখ্য, পূর্বে ফারাজ করিম চৌধুরীর নামে ফেসবুক পেজ খুলে সহায়তার অনুদান চেয়ে পোস্ট করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
প্রসঙ্গত, চট্টগ্রামের রাউজানে ২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরও শিবলী সাদিক হৃদয় (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশের কাছ থেকে অপহরণকারীদের একজনকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। গত ১১ সেপ্টেম্বর সকালে রাউজানের কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে পুলিশ হৃদয়ের ক্ষত-বিক্ষত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে।
সুতরাং, ফারাজ করিম চৌধুরীর নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তিনি চট্টগ্রামের নিহত শিক্ষার্থী হৃদয়ের বাবাকে সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Faraaz Karim Chowdhury Facebook Post