গত ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেনীতে ত্রাণ নিয়ে যাওয়া তাদের কয়েকজন সদস্যের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। এর প্রেক্ষিতে একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমের নাম এবং ছবি যুক্ত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই তথ্য জানিয়ে একটি পোস্ট করা হয়। উক্ত পোস্টটিতে আশ্রাফ নামের একজন ব্যক্তির বিকাশ/নগদ নাম্বার প্রদান করে সবাইকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে ফেনীতে ত্রাণ সহায়তা দিতে গিয়ে তাদের কয়েকজন সদস্যের নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়ে পোস্ট করলেও সারজিস আলম সারজিস আলম এ বিষয়ে কোনো পোস্ট করেননি। এছাড়া হাসনাত আবদুল্লাহ তার এই বিষয়ক পোস্টে কোনো আর্থিক সহায়তার আবেদন করেননি। প্রকৃতপক্ষে, সারজিস আলমের নাম এবং ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে আলোচিত পোস্টটি করা হয়।
এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে ফেনীতে ত্রাণ নিয়ে যাওয়া নিখোঁজ সাকিব, মনোয়ার এবং রিয়াদের নাম উল্লেখ করে প্রশাসনের সহায়তা প্রার্থনা করলেও তার পোস্টে আশ্রাফ নামের কোনো ব্যক্তি কিংবা আর্থিক সাহায্যের জন্য কোনো বিকাশ নাম্বার উল্লেখ করেননি।
পরবর্তীতে সারজিস আলমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে তাতে ত্রাণ সহায়তা প্রদানকারী টিমের সদস্যদের নিখোঁজ হওয়া সংক্রান্ত আলোচিত পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। তবে গত ৬ আগস্ট তার অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি লাইভ ভিডিওর সন্ধান পাওয়া যায়। যেখানে তিনি দাবি করেন উক্ত ফেসবুক অ্যাকাউন্ট ব্যতীত তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই।
এছাড়া, আলোচিত নাম্বারটি ট্রু কলারের মাধ্যমে যাচাইয়ে এটিকে ফ্রড বা প্রতারকের নাম্বার হিসাবে শনাক্ত করা হয়েছে।
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট করা একটি পোস্টের মাধ্যমে জানান, 01886969859+(7forRocket) উক্ত নাম্বারটি-ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ডের একমাত্র বিকাশ/নগদ/রকেট মার্চেন্ট নাম্বার। এছাড়াও নাম্বারটিতে Send money এর পরিবর্তে payment করার নিদের্শনা দেন তিনি।
সুতরাং, ফেনীতে ত্রাণ সহায়তা দিতে গিয়ে নিখোঁজ হওয়া কয়েকজন সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের জন্যে আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।