সম্প্রতি “আমিন না লিখে যাবেন না ” শীর্ষক শিরোনামে একটি শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশু রায়হান দাবিতেপ্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশী শিশুর নয় বরং এগুলো আরাসালান রাংরেজ নামে ভারতে বিরল গওচার ডিজিজ (Gaucher’s disease) আক্রান্ত একটি শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Impact GuRu’ এর ইউটিউবে চ্যানেলে চলতি বছরের ৭ মে প্রকাশিত একটি ভিডিও ক্লিপের এক শিশুর সাথে রায়হান দাবিকৃত শিশুটির মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওতে উল্লেখ করা হয়, আরাসালান নামের শিশুটি ভারতের বিরল রোগ গওচার ডিজিজ (Gaucher’s disease) এর বিরুদ্ধে লড়াই করছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার মাধ্যমে আরাসালানকে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এই চিকিৎসার জন্য প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন, যা আরাসালানের বাবা মায়ের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য শিশুটির বাবা সর্বসাধারণের কাছে সাহায্য চেয়েছেন।
পরবর্তীতে, Impact GuRu এর ওয়েবসাইটে “Bloated Belly And Weakened Bones, Arasalan Needs Immediate Help!” শীর্ষক শিরোনামে আরাসালানের জন্য আর্থিক সহায়তার অনুরোধের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩১ আগস্ট মুম্বাইয়ের কেইএম হাসপাতালে চিকিৎসাধীন আরাসালানের জন্য ফান্ড রাইজিংয়ের সময়সীমা শেষ হয়েছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে রায়হান নামের শিশুটির চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে যথাক্রমে ০১৩২৫৭০৫৫০৮ এবং ০১৭৩২২১৮০৩৪ এ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
মূলত, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো ভারতের আরাসালান নামের ২ বছর বয়সী এক শিশুর। বর্তমানে মুম্বাইয়ের কেইএম হাসপাতালে চিকিৎসাধীন আরাসালান বিরল গওচার ডিজিজে ভুগছে। ভারতীয় শিশু আরাসালানের ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশি রোগাক্রান্ত রায়হান নামক শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেল কয়েক বছর যাবত শুধুমাত্র নাম ও ছবি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন শিরোনামে আর্থিক সহায়তার নামে প্রতারণা মূলক তথ্য প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় রোগাক্রান্ত শিশু আরাসালানের ছবি ব্যবহার করে বাংলাদেশের রোগাক্রান্ত শিশুর ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Impact Guru : Youtube Video
- Impact Guru Website: Bloated Belly And Weakened Bones, Arasalan Needs Immediate Help!