সম্প্রতি “আগামী ফুটবল বিশ্বকাপ হবে ৩ বছর পর ২০২৫ সালে, অংশ নেবে ৩২ দল” শীর্ষক
শিরোনামসহ একই বিষয়ে বিভিন্ন শিরোনামে চারটি ভিন্ন ভিন্ন তথ্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়েছে।
১ম দাবি (৪ বছরের পরিবর্তে এখন থেকে ৩ বছর পর পর হবে ফিফা ফুটবল বিশ্বকাপ! আগামী বিশ্বকাপ ২০২৫ সালে।)
এই বিষয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদ
মূলধারার গণমাধ্যম “এখন টেলিভিশন” এর ফেসবুক পেজ পোস্ট এর আর্কাইভ দেখুন এখানে।
এছাড়াও, “ডেইলি-বাংলাদেশ” এই বিষয়ে সংবাদ পরিবেশন করে পরবর্তীতে তা সংশোধণ করে ফেলে। পূর্ববর্তী ভার্সনের কোনো আর্কাইভ কপি পাওয়া সম্ভব হয়নি।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে।
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৪ বছরের পরিবর্তে এখন থেকে ৩ বছর পর পর হবেনা ফিফা ফুটবল বিশ্বকাপ। এছাড়াও, আগামী ফুটবল বিশ্বকাপ ২০২৫ সালে অনুষ্ঠিত হবেনা বরং ১৬ ডিসেম্বর ফিফা সভাপতি ক্লাব বিশ্বকাপের নিয়ম পরিবর্তন করে ২০২৫ সাল থেকে ১ বছরের পরিবর্তে ৪ বছর পরপর এবং ৭ দলের পরিবর্তে ৩২ দলের অংশগ্রহণের বিষয়ে একটি ঘোষণা দেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে গণমাধ্যম সহ অনলাইনে ছড়িয়ে পড়ে যে, ৪ বছরের পরিবর্তে আগামী ফুটবল বিশ্বকাপ হবে ৩ বছর পর ২০২৫ সালে।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, স্পোর্টস ওয়েবসাইট “The Athletic”-এ গত ১৬ই ডিসেম্বর “FIFA announces plans for expanded 32-team Club World Cup from 2025” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “নতুন ৩২ দলের পুরুষদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন।”
পাশাপাশি, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সস্থা “FIFA”-র ওয়েবসাইটে গত ১৬ই ডিসেম্বর “FIFA World Cup 2022™ praised for its “unique cohesive power” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ সালের জুনে শুরু হবে।”
সুতরাং, ফিফা সভাপতির ক্লাব বিশ্বকাপের নিয়ম পরিবর্তন করে ২০২৫ সাল থেকে ১ বছরের পরিবর্তে ৪ বছর পরপর এবং ৭ দলের পরিবর্তে ৩২ দলের অংশগ্রহণের বিষয়ে একটি ঘোষণাকে কেন্দ্র করে ভুলভাবে দাবি করা হচ্ছে যে “আগামী ফুটবল বিশ্বকাপ হবে ৩ বছর পর ২০২৫ সালে”, যা সম্পূর্ণ মিথ্যা।
দাবি দুই (২৫ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরক্কোতে)
বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো।
বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর
দৈনিক সমকাল, দৈনিক সমকাল ফেসবুক পোস্ট, দৈনিক যুগান্তর, চ্যানেল ২৪, দৈনিক কালবেলা, দ্য ডেইলি ক্যাম্পাস,
অনুসন্ধান
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সস্থা “FIFA”-র ওয়েবসাইটে গত ১৬ই ডিসেম্বর “FIFA World Cup 2022™ praised for its “unique cohesive power” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২২ আয়োজিত হবে ২০২৩ সালের ১-১১ ফেব্রুয়ারিতে এবং আয়োজন করবে মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন ”
সুতরাং, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ নয়, ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২২ আয়োজন করবে মরক্কো (যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত হবে)। এছাড়াও ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়নি, তাই প্রচারিত বিষয়টি মিথ্যা
দাবি তিন (৩ বছর পরপর অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ)
কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন বছর পরপর।
বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর
দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, ভোরের কাগজ, জাগোনিউজ।
অনুসন্ধান
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সস্থা “FIFA”-র ওয়েবসাইটে গত ১৬ই ডিসেম্বর “FIFA World Cup 2022™ praised for its “unique cohesive power” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “নতুন নিয়ম অনুযায়ী ফিফা ক্লাব বিশ্বকাপ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হবে”
সুতরাং, এর আগে প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হত, নতুন নিয়মে তিন বছর বৃদ্ধি করে প্রতি চার বছর পর পর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিষয়টিকেই গণমাধ্যমে প্রচার করা হয়েছে “প্রতি তিন বছর পরপর ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে”, যা সম্পূর্ণ মিথ্যা।
দাবি চার (২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের আসরটি হবে ১-১১ ফেব্রুয়ারি পর্যন্ত।)
দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ২৪লাইভ নিউজপেপার এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয় “২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের আসরটি হবে ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।”
অনুসন্ধান
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সস্থা “FIFA”-র ওয়েবসাইটে গত ১৬ই ডিসেম্বর “FIFA World Cup 2022™ praised for its “unique cohesive power” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, “ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২২ আয়োজিত হবে ২০২৩ সালের ১-১১ ফেব্রুয়ারিতে”
সুতরাং, ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২২ আয়োজিত হবে ২০২৩ সালের ১-১১ ফেব্রুয়ারিতে এই বিষয়টিকেই গণমাধ্যমে প্রচার করা হয়েছে “ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২৫ আয়োজিত হবে সেই বছরের ১-১১ ফেব্রুয়ারিতে”, যা সম্পূর্ণ মিথ্যা।
মূলত, মূল বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দেশভিত্তিক, আর অন্যদিকে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ফুটবল ক্লাবগুলোকে নিয়ে। প্রতিবছর ৬ টি কনফেডারেশন থেকে ৭টি দল নিয়ে এই ক্লাব বিশ্বকাপ হয়ে থাকে। গত ১৬ ডিসেম্বর ফিফা সভাপতি ক্লাব বিশ্বকাপের নিয়ম পরিবর্তন করে ২০২৫ সাল থেকে ১ বছরের পরিবর্তে ৪ বছর পর এবং ৭ দলের পরিবর্তে ৩২ দলের অংশগ্রহণের ঘোষণাসহ বেশকিছু ঘোষণা দেন। উক্ত বিষয়কে কেন্দ্র করেই আলোচিত দাবিগুলো মিথ্যা ও বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ফিফা কাউন্সিল গত ১৬ই ডিসেম্বর কাতারের দোহাতে ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে বৈঠক করেছে। বৈঠকে বৈঠকে ফিফা কাউন্সিল মরোক্কা ফুটবল অ্যাসোসিয়েশনকে “ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২২” এর আয়োজক হিসেবেও নিযুক্ত করা হয়েছে, যা ১-১১ ফেব্রুয়ারি ২০২৩ এ অনুষ্ঠিত হবে। এছাড়াও নিশ্চিত করা হয়েছে যে “ফিফা বিচ সকার বিশ্বকাপ-২০২৩” ইউনাইটেড আরব আমিরাত ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজন করবে আর ২০২৫ সালের “ফিফা বিচ সকার বিশ্বকাপ” আয়জন করবে সিসিলি ফুটবল ফেডারেশন।
গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বাধীন ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস) এর সাথে, ফিফা কাউন্সিল ২০২৩-২০২৬ মৌসুমের করার জন্য ২০০ মিলিয়নের একটি তহবিল বরাদ্দ অনুমোদন করেছে (যুগান্তকারী উদ্যোগ)। এর লক্ষ্য প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে (MA) তাদের পূর্ণ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা এবং প্রতিটি প্রতিভাকে সুযোগ দেওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী খেলোয়াড় উন্নয়নের ক্ষেত্রে একটি টেকসই ধারা তৈরি করা।
প্রসঙ্গত, বিশ্বকাপ ফুটবল-২০২২ ঘিরে বিভিন্ন তথ্য ও ছবি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, “আগামী ফুটবল বিশ্বকাপ হবে ৩ বছর পর ২০২৫ সালে” শীর্ষক দাবিটি এবং “২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো” শীর্ষক দাবিটি । পাশাপাশি, “প্রতি তিন বছর পরপর ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে” শীর্ষক দাবিটি এবং “ফিফা ক্লাব বিশ্বকাপ-২০২৫ আয়োজিত হবে সেই বছরের ১-১১ ফেব্রুয়ারিতে” শীর্ষক দাবিটিও মিথ্যা।