‘Father’ ইরানি অ্যানিমেশন চলচ্চিত্র, মিশরীয় নয় 

সম্প্রতি, ১ মিনিট ৪০ সেকেন্ডের সংক্ষিপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র ‘Father’ আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার জিতেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

Father

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এই বিষয়ে ভাইরাল একটি ভিডিও ২৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এই ভিডিওতে ১ লক্ষ ৬৮ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে মন্তব্যের সংখ্যা ১৭শ পর্যন্ত পৌঁছেছে। এছাড়াও, ভিডিওটি ২১ হাজারের অধিক বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Father’ নামের শর্ট অ্যানিমেশন চলচ্চিত্রটি মিশরের নয় বরং ইরানের। এছাড়া চলচ্চিত্রটি ইরানের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে নির্দিষ্ট ক্যাটাগরিতে সেরা ফিল্মের পুরস্কার জিতলেও সামগ্রিকভাবে সেরা ফিল্মের পুরস্কার জিতেনি।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর ওয়েবসাইটে সংক্ষিপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র ফাদার এর বিষয়ে একটি নিবন্ধ (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Imdb

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ফাদার নামক শর্ট বা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন চলচ্চিত্রটি ২০১৪ সালের ০১ জানুয়ারি মুক্তি পায়। এই চলচ্চিত্রটি ইরানি নাগরিক মোহাম্মদ রেজা খেরাদমান্দান  নামক একজন চলচ্চিত্র পরিচালক তৈরি করে।

আইএমডিবির সূত্রে আলোচ্য চলচ্চিত্র বিতরণকারী প্রতিষ্ঠান বার পিকচার্স মিডিয়া (Barr Pictures Media) এর ইউটিউব চ্যানেলে মূল চলচ্চিত্রটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শিরোনামেও চলচ্চিত্রটি ইরানের বলে উল্লেখ করা হয়েছে। 

পরবর্তীতে, বার পিকচার্স মিডিয়া অফিশিয়াল ওয়েবসাইটে আলোচ্য চলচ্চিত্রটির পরিচালকের নামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। সেখানে তার সম্পর্কে বলা হয়েছে, ‘মোহাম্মদ রেজা খেরাদমান্দান ১৯৮৪ সালে ইরানের শিরাজে জন্মগ্রহণ করেন। তিনি ইরান ব্রডকাস্টিং বিশ্ববিদ্যালয় (আইআরআইবি) থেকে চলচ্চিত্র পরিচালনায় ডিগ্রি লাভ করেন। তর প্রথম ফিচার ফিল্ম, ’21 Days Later’, ২০১৭ সালে মুক্তি পায়, এটি তেহরানের ৩৫তম ফজর আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ‘দর্শক পুরস্কার’ লাভ করে, এবং তিনি এরপর ইরান এবং বিদেশে পুরস্কার জয়ী অনেক শর্ট ফিল্ম পরিচালনা করেন।’

অর্থাৎ, Father নামের শর্ট অ্যানিমেটেড চলচ্চিত্রটি ইরানের চলচ্চিত্র, মিশরের নয়।

‘Father’ চলচ্চিত্রটি কি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার জিতেছে?

উক্ত দাবির সত্যতা যাচাইয়ে আলোচ্য চলচ্চিত্রের বিতরণকারী প্রতিষ্ঠান বার পিকচার্স মিডিয়ার ওয়েবসাইটে উক্ত চলচ্চিত্রটি নিয়ে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে চলচ্চিত্রটির জেতা পুরস্কার সম্পর্কে বলা হয়েছে, ‘Father’ বহু পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে ফিল্ম ১০০-এর ৯ম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে সেরা অ্যানিমেশন শর্ট ফিল্ম, ৩০তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভাল তেহরানে শর্ট অ্যানিমেশনের জন্য সেরা আডিয়া এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সিটিতে সেরা অ্যানিমেশন শর্ট ফিল্ম। 

উক্ত নিবন্ধের সূত্রে ফারসি ভাষায় কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইরানের গণমাধ্যমগুলোতে একই তথ্য পাওয়া যায়।  (,)

সুতরাং, ‘Father’ চলচ্চিত্রটি  ইরানের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে। তবে এই পুরস্কারগুলো মূলত অ্যানিমেশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে পেয়েছে। দাবিকৃত ‘সেরা ফিল্ম’ বলতে সাধারণত সামগ্রিকভাবে সব ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা চলচ্চিত্রকে বোঝায়। অর্থাৎ, ‘Father’ চলচ্চিত্রটি সেরা ফিল্মের পুরস্কার জিতেছে দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর। 

মূলত, ১০০ সেকেন্ডের একটি শর্ট অ্যানিমেশন চলচ্চিত্রের ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার জয়ী মিশরীয় চলচ্চিত্র। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০১৪ সালে ইরানী নাগরিক মোহাম্মদ রেজা খেরাদমান্দান নামক একজন চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রটি তৈরি করেন। অর্থাৎ, এটি একটি ইরানি চলচ্চিত্র। এছাড়া চলচ্চিত্রটি ইরানের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে নির্দিষ্ট ক্যাটাগরিতে সেরা ফিল্মের পুরস্কার জিতলেও সামগ্রিকভাবে সেরা ফিল্মের পুরস্কার জিতেনি।

সুতরাং, ‘Father’ নামের সংক্ষিপ্ত অ্যানিমেশন চলচ্চিত্র মিশরীয় চলচ্চিত্র এবং এটি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা ফিল্মের পুরস্কার জিতেছে দাবিতে প্রচারিত তথ্যগুলো বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img