সম্প্রতি, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু হাসিনার ফাঁদে পা দিলো– শীর্ষক শিরোনামে এবং গ্রেফতার জিএম কাদের ও চুন্নু জাতীয় পার্টির গোপন তথ্য ফাঁস– শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে গ্রেফতার করা হয়নি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি একটি ভিডিও।
ভিডিও যাচাই- ১
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে গত ১০ ডিসেম্বর “বরিশালে বিএনপির সমাবেশে পুলিশের বাধা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি আলোচিত ভিডিওটির সাথে হুবহু মিল রয়েছে।
চ্যানেল আই এর ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বরিশালে বিএনপির সমাবেশে পুলিশের বাধা দেওয়ার দৃশ্য এটি। এছাড়া আলোচিত ভিডিওটিতে উক্ত ভিডিওটির সাথে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই- ২
আলোচিত ভিডিওটির এই অংশে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। সেই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে দেশ রূপান্তর এর ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর “মহাসচিবের বক্তব্য শেষ না হতেই ক্ষেপে গেলেন জাপা নেতা” শীর্ষক শিরোনামে একটি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তি এবং ব্যক্তির দেওয়া বক্তব্যের হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, গত ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পরবর্তীতে দলটির এক নেতা দলীয় সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে এ-সব কথা বলেন।
ভিডিও যাচাই- ৩
আলোচিত ভিডিওটির এই অংশে একজনকে বক্তব্য দিতে দেখা যায়। সেই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে দেশ রূপান্তর এর ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর “২৬ জনকে এমপি বানাতে জাতীয় পার্টি সৃষ্টি হয়নি” শীর্ষক শিরোনামে একটি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তি এবং ব্যক্তির দেওয়া বক্তব্যের হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এই বক্তব্যটিও গত ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার কথা জানানোর পর দলটির এক নেতার প্রতিক্রিয়ার।
ভিডিও যাচাই- ৪
ভিডিওটির এই অংশে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমানকে বক্তব্য দিতে দেখা যায়। উক্ত সূত্র ধরে জাহেদ উর রহমানের নামে পরিচালিত ইউটিউব চ্যানেল Zahed’s Talk এ গত ১৮ ডিসেম্বর “জাতীয় পার্টিকে ধন্যবাদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, জাহেদ উর রহমান জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ নিয়ে নানা মতামত ব্যক্ত করেন। তবে তিনি দলটির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু গ্রেফতার হওয়া সংক্রান্ত কোনো কথা বলেননি।
ভিডিও যাচাই- ৫
আলোচিত ভিডিওটির এই অংশে একজনকে বক্তব্য দিতে দেখা যায় এবং দেশের বেসরকারি টেলিভিশন দেশ টিভি’র লোগোও দেখা যায়। সেই লোগো’র সূত্র ধরে অনুসন্ধানে দেশ টিভি’র ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর “সমঝোতার কারণে মৃত্যুশয্যায় চলে গেলো জাতীয় পার্টি” শীর্ষক শিরোনামে একটি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে থাকা ব্যক্তি এবং ব্যক্তির দেওয়া বক্তব্যের হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এই বক্তব্যটিও গত ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা দলটির মহাসচিব জানানোর পর এক নেতার দেওয়া বক্তব্য।
পরবর্তীতে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু গ্রেফতার হয়েছেন কি না সে বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের কোনো গ্রহণযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল নানা কৌতূহল। গত ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানান। তবে দলটির নেতা-কর্মীদের একাংশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতি অসন্তোষ জানিয়ে গণমাধ্যমে কথা বলেন। পরবর্তীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ এবং ছবি যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel i- YouTube Video
- Desh Rupnator Digital- Facebook Post
- Desh Rupnator Digital- Facebook Post
- Zahed’s Talk- YouTube Video
- Desh Tv- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis