গত ১৪ নভেম্বর মূলধারার সংবাদমাধ্যম দৈনিক কালের কন্ঠ পত্রিকার অনলাইন সংস্করণে “সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেত্রী কল্যাণী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনের ফিচার ইমেজে পত্রিকাটি মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব দাবিতে এক নারীর ছবি যুক্ত করেছে।
কালের কন্ঠে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।
পত্রিকাটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এ সংক্রান্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কালের কন্ঠের প্রতিবেদনে “মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব” ক্যাপশনে প্রকাশিত ফিচার ছবিটি কল্যাণীর নয় বরং এটি কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ছবি।
কালের কন্ঠের প্রতিবেদনটি থেকে জানা যায়, বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তাঁর বয়স হয়েছিল ৩২।
পত্রিকাটি প্রতিবেদনে উক্ত অভিনেত্রীর আরেকটি ছবি যুক্ত করেছে।
তবে ফিচারের ছবিটির সাথে এই ছবির মিল পাওয়া যায়নি।
কলের কন্ঠ তাদের প্রতিবেদনের সূত্র হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের নাম উল্লেখ করেছে।
পরবর্তীতে ‘আনন্দবাজার’ পত্রিকার ওয়েবসাইটে এ সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে কল্যাণীর একটি ছবিই যুক্ত রয়েছে, যার সাথে কালের কন্ঠের প্রতিবেদনের ফিচারের ছবিটির মিল খুঁজে পাওয়া যায় না।
অর্থাৎ, কালের কন্ঠের প্রতিবেদনের ফিচারে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি অভিনেত্রী কল্যাণীর নয়।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর অফিশিয়াল অ্যাকাউন্টে গত ৩ অক্টোবর প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবির সাথে কালের কন্ঠের প্রতিবেদনে প্রকাশিত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
তাছাড়া সৌমিতৃষার অফিশিয়াল ফেসবুক পেজেও একইদিন একই ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, কালের কন্ঠের প্রতিবেদনে মারাঠী অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব দাবিতে আরেক অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ছবি ব্যবহার করা হয়েছে।
মূলত, গত ১২ নভেম্বর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। তার এই মৃত্যুর খবর জাতীয় দৈনিক কালের কন্ঠে প্রকাশিত হয়। কিন্তু কালের কন্ঠের উক্ত প্রতিবেদনের ফিচারে যে ছবিটি ব্যবহার করেছে তা কল্যাণীর নয়। ছবিটি কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। অর্থাৎ, কালের কন্ঠের প্রতিবেদনে মারাঠী অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব দাবিতে আরেক অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ছবি ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ভারতের বাংলা ভাষার চ্যানেল ‘জি বাংলা’য় প্রচারিত ‘মিঠাই’ সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছেন।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে ভুল ছবি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, কালের কণ্ঠ পত্রিকার অনলাইন সংস্করণে মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের ফিচার ইমেজে কল্যাণীর পরিবর্তে আরেক অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর ছবি ব্যবহার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Soumitrisha: Instagram
- Anandabazar: ট্রাক্টর পিষে দিল বাইককে, রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত টেলি অভিনেত্রী