বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে জস বাটলারের নামে ফেসবুকে ভুয়া মন্তব্য প্রচার

আগামীকাল (১০ অক্টোবর) চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বাংলাদেশ দলের বিষয়ে দুইটি মন্তব্য করেছেন দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, জস বাটলার বলেছেন, “আমরা রান রেটের হিসাব নিয়ে চিন্তিত না, আমরা বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আমাদের রান রেট এর গড় পুষিয়ে নিবো!”

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ভিন্ন আরেকটি মন্তব্য হিসেবে দাবি করা হচ্ছে, বাটলার বলেছেন, “এটা আমাদের জন্য কঠিন খেলা (নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ) ছিলো। কিন্তু বাংলাদেশকে এর মূল্য দিতে হবে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১০ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচকে সামনে রেখে জস বাটলার বাংলাদেশ দলকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে গত ০৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়া নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের কমেন্ট্রি খুঁজে পাওয়া যায়। চলতি বিশ্বকাপে এটাই ছিল ইংল্যান্ডের প্রথম ম্যাচ, যা তারা ৯ উইকেটের ব্যবধানে হেরে যায়।

Screenshot from Espncricinfo

ম্যাচ শেষের কমেন্ট্রি থেকে জানা যায়, বাটলার ইংল্যান্ড দলের ব্যর্থতার কথা তুলে ধরে ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেন এবং নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের ভালো খেলার প্রশংসা করেন। তবে সেখানে বাটলার বাংলাদেশ বিষয়ক কোনো বক্তব্য দেননি।

ক্রীড়া বিষয়ক আরেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে Sky Sports এর ইউটিউব চ্যানেলে একই দিন একই ম্যাচের শেষে বাটলারের দেওয়া বক্তব্য থেকেও উক্ত দাবিতে প্রচারিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে একইদিন (০৫ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)  ফেসবুক পেজে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচ পরবর্তী মিডিয়া কনফারেন্সের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

সেখানে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানেও বাংলাদেশ বিষয়ক কোনো বক্তব্য দেননি।

Screenshot from Facebook

অর্থাৎ, বাটলার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

তাছাড়া, ০৫ অক্টোবর বা তারপরে বাংলাদেশ বিষয়ক তার কোনো মন্তব্য গণমাধ্যমেও পাওয়া যায়নি।  

পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘BeanymanNews’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ নভেম্বর তারিখে প্রকাশিত ভিডিওর দৃশ্যের সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison: Rumor Scanner

মূলত, গত ০৫ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ০৯ উইকেটে হেরে যায় ইংল্যান্ড। ইংলিশদের পরের ম্যাচ বাংলাদেশের সাথে, ১০ অক্টোবর। এর মধ্যেই, ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হয়েছে,  ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বাংলাদেশকে হারিয়ে রান রেট এর গড় পুষিয়ে নেওয়া এবং বাংলাদেশকে এর মূল্য দেওয়া সংক্রান্ত দুইটি মন্তব্য করেছেন। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, জস বাটলারের সর্বশেষ ম্যাচ পরবর্তী মিডিয়া কনফারেন্স, খেলা পরবর্তী কমেন্ট্রি কিংবা গণমাধ্যমে উক্ত দাবিতে প্রচারিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পূর্বে ইংল্যান্ড বাংলাদেশকে ওয়ানডে সিরিজের আমন্ত্রণ জানিয়েছে দাবিতে ইন্টারনেটে তথ্য প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বাংলাদেশকে হারিয়ে রান রেট এর গড় পুষিয়ে নেওয়া এবং বাংলাদেশকে এর মূল্য দেওয়া সংক্রান্ত দুইটি মন্তব্য করেছেন শীর্ষক দুইটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img