অতীতের কর্মকাণ্ডের জন্য শি’বিরের কাছে ক্ষমাপ্রর্থনা করছি” শীর্ষক মন্তব্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অতীতের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাছে ক্ষমা প্রার্থনা করে কোনো মন্তব্য করেননি বরং, কোনো প্রমাণ ছাড়াই ভুয়া এই মন্তব্য ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অন্তত গতকাল ৫ অক্টোবর থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট (আর্কাইভ) হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন শিবিরকে নিয়ে এমন কোনো মন্তব্য করলে সে বিষয় স্বাভাবিকভাবে দেশিয় মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতো। তবে অনুসন্ধানে গণমাধ্যমে সাদ্দাম হোসেনের এমন কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি বর্তমানে বন্ধ থাকায় এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আওয়ামী লীগের ফেসবুক পেজে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নামে ‘অতীতের কর্মকাণ্ডের জন্য শি’বিরের কাছে ক্ষমাপ্রর্থনা করছি’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Facebook page: Bangladesh Awami League