সম্প্রতি, ময়মনসিংহের মুক্তাগাছায় বটগাছ একটি শিশুর হাত গাছের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে ( আর্কাইভ) ,এখানে ( আর্কাইভ), এখানে ( আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহের মুক্তাগাছায় বট গাছ কর্তৃক একটি শিশুর হাত গাছের ভেতরে টেনে নিয়ে যাওয়ার দাবিটি সত্য নয় বরং বট গাছের কোটরের মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে শিশুটির হাত আটকে গিয়েছিল।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর এর ওয়েবসাইটে ‘গাছের ভেতর আটকে যায় শিশুর হাত,অতঃপর… ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছায় মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে বিশাল আকারের একটি বট গাছের কোটরের মধ্যে দশ বছরের একটি শিশুর হাত আটকে যায়। শিশুটির নাম খুকু। ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে মুক্তাগাছা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ ও ওয়্যারহাউস ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল গণমাধ্যমকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।’
পাশাপাশি পাশাপাশি দ্যা ডেইলি ম্যাসেঞ্জার নামক একটি ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেলে গত ৮ জুলাই তারিখ ‘গাছের ভেতর আটকে যায় শিশুর হাত,অতঃপর…’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও থেকেও যুগান্তরের ন্যায় একই তথ্য জানা যায়।
তাছাড়া, উল্লিখিত ঘটনাটি ভৌতিক নয় বলে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন মুক্তগাছা উপজেলার ফায়ার সার্ভিসের সদস্য জুলহাস উদ্দিন।
অর্থাৎ, উপরোক্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে এটা নিশ্চিত যে, বট গাছে শিশুর হাত আটকে যাওয়ার ঘটনাটি ভৌতিক কোনো বিষয় নয়। গণমাধ্যম এবং ফায়ার সার্ভিস ঘটনাটিকে স্বাভাবিক ঘটনা বলেই উল্লেখ করেছে।
মূলত, ময়মনসিংহের মুক্তাগাছায় দশ বছরের শিশু মিনহাজ রহমান খুকু বট গাছের কোটরেরর মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে একটি হাত ঢুকিয়ে দেয়। পরবর্তীতে হাত বের করতে না পেরে বিপাকে পড়ে যায় শিশুটি। এক পর্যায়ে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলেও কোনো সমাধান হয়নি। অবশেষে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টার পর শিশুটির হাত বের করতে সক্ষম হয়। আর এরই প্রেক্ষিতে বটগাছ একটি শিশুর হাত টেনে নিয়ে যাচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
উল্লেখ্য, গাছের কোটরে হাত আটকে যাওয়ার ঘটনা এটিই প্রথম না। গণমাধ্যম সূত্রে এধরনের আরো ঘটনা খুঁজে পাওয়া যায়।
সুতরাং, বট গাছের কোটরে শিশুর হাত আটকে যাওয়ার স্বাভাবিক ঘটনার ভিডিওকে ‘বটগাছ শিশুর হাত ভেতরে টেনে নিয়ে যাচ্ছে’ শীর্ষক ভৌতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- যুগান্তর : ‘গাছের ভেতর আটকে যায় শিশুর হা,অতঃপর.. ‘
- The Daily Messenger : ‘ গাছের ভেতর আটকে যায় শিশু,অতঃপর… ‘ | The Daily Messenger
- Rumor Scanner Own Analysis