সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর সংবাদটি ভুয়া

সম্প্রতি “বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আর্কাইভ দেখুন এখানে

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর সংবাদটি ভিত্তিহীন ও ভুয়া এবং তিনি পূর্বের থেকে বর্তমানে বেশ সুস্থ আছেন বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার ভাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিশ্চিত করেছেন।

মূলত সূত্র বিহীন কিছু ফেসবুক পোস্ট হতে কপি-পেস্টের মাধ্যমেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ৮৭ বছর বয়সী আব্দুল মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে এবং এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়, পরবর্তীতে মঙ্গলবার (২৭ জুলাই) দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করালে তার ফলও পজিটিভ এসেছে।

তবে তার শারীরিক অবস্থা বর্তমানে আগের থেকে ভালো জানিয়ে বুধবার রাত্রে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

অর্থাৎ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ ভুয়া।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img