সম্প্রতি, ‘আর্জেন্টিনার দর্শকদের লাঠিচার্জ করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনার দর্শকদের লাঠিচার্জ করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিটি সত্য নয় বরং কোনোপ্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে উক্ত দাবির স্বপক্ষে তথ্য খুঁজের চেষ্টা চালায় রিউমর স্ক্যানার টিম। তবে অনুন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে এই দাবির স্বপক্ষে কোনো তথ্য মেলেনি।
পরবর্তীতে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের গ্যালারিতে দুই দলের সমর্থকদের লড়াইয়ের বিষয়ে ফিফার সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে আবারো কী-ওয়ার্ড সার্চ করা হয়। অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা AP এর ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর Argentina and Brazil charged by FIFA after fan violence delays World Cup qualifying game at Maracana শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ – ২০২৬ এর বাছাইপর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের বাছাইপর্বের খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় ফিফা আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
এতে ফিফা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ভিড়ের ঝামেলা এবং দেরিতে শুরু করার অভিযোগে অভিযুক্ত করে এবং ব্রাজিলিয়ান ফেডারেশনের বিরুদ্ধে খেলায় নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করে।
তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এই অভিযোগের বিচার ও নিষেধাজ্ঞা আরোপের কোনো সময়সূচি প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম The Washington Post এ গত ২৪ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
এছাড়া, আন্তির্জাতিক ক্রীড়া গণমাধ্যম ESPN এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ২৪ মার্চের আগ পর্যন্ত ব্রাজিল ফুটবল দলের কোনো আন্তর্জাতিক খেলা নেই। অন্যদিকে আর্জেন্টিন ফুটবল দলেরও ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো আন্তর্জাতিক খেলা নেই।
মূলত, গত ২১ নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ – ২০২৬ এর বাছাইপর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় ফিফা আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। যেখানে, ফিফা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ভিড়ের ঝামেলা এবং দেরিতে শুরু করার অভিযোগে এবং ব্রাজিলিয়ান ফেডারেশনের বিরুদ্ধে খেলায় নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করে। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) এই দুই দলের মামলার বিচার ও নিষেধাজ্ঞা আরোপের কোনো সময়সূচি প্রকাশ করেনি। তবে সম্প্রতি, সে ম্যাচে ‘আর্জেন্টিনার দর্শকদের লাঠিচার্জ করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে’ দাবিতে একটি ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ, গত ২১ নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ – ২০২৬ এর বাছাইপর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করে।
সুতরাং, আর্জেন্টিনার দর্শকদের লাঠিচার্জ করায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ব্রাজিলকে নিষিদ্ধ করার দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।