Fact Check: ইত্যাদির নাতি খ্যাত জনপ্রিয় অভিনেতা নিপুর মৃত্যুর সংবাদটি গুজব

সম্প্রতি “ইত্যাদি’র নাতি খ্যাত জনপ্রিয় অভিনেতা মোস্তাফিজুর রহমান মারা গেছেন” শীর্ষক শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল একটি নিউজের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

ফেসবুকে ভাইরাল কিছু বিভ্রান্তিকর পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ইত্যাদি’র নাতি খ্যাত জনপ্রিয় অভিনেতা জীবিত আছেন এবং তার নাম মোস্তাফিজুর রহমান নয় বরং তার নাম শওকত আলী তালুকদার নিপু।

মূলত মোস্তাফিজুর রহমান নামে একজন কৌতুক অভিনেতা ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যিনি নাতি পরিচয়ে বিভিন্ন কৌতুক ও সিনেমায় অভিনয় তবে তিনি ইত্যাদির সেই বিখ্যাত নাতি নন।

ইত্যাদি খ্যাত নাতি অর্থাৎ জনপ্রিয় অভিনেতা নিপুর ছবিসহ গুজবটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ শওকত আলী তালুকদার নিপু তার ছোট ভাইয়ের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তার মৃত্যুর বিষয়টি গুজব হিসেবে নিশ্চিত করেন।

অর্থাৎ, ইত্যাদি’র নাতি খ্যাত জনপ্রিয় অভিনেতা নিপু সুস্থ আছেন এবং সামাজিক মাধ্যমে তার ছবি সম্বলিত ভিন্ন ব্যক্তির মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নাতি মারা গেছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img