সংসদে ব্যারিস্টার সুমনকে উলঙ্গ করে পেটানোর ভুয়া দাবি 

সম্প্রতি, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে “সংসদে উলঙ্গ করে পিটালো ব্যারিস্টার সুমনকে সংসদে এটি কি ঘটালো আ.লীগ” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

উলঙ্গ

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ইউটিউবে প্রচারিত ভিডিওটি প্রায় ৪০ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য  কর্তৃক হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে উলঙ্গ করে পেটানোর কোনো ঘটনা ঘটেনি বরং গত ৬ ফেব্রুয়ারি সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার সময়কার ব্যারিস্টার সুমনের বক্তব্যের একটি ভিডিওর সাথে চটকদার থাম্বনেইল যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবির সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি। ভিডিওতে ব্যারিস্টার সুমনকে দেখা গেলেও আলোচিত দাবির স্বপক্ষে কোনো দৃশ্য কিংবা তথ্যের উপস্থিতি পাওয়া যায়নি৷ 

ভিডিওতে প্রচারিত আলোচিত দাবিটি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওতে দেখানো ব্যারিস্টার সুমনের ভিডিওটির অনুসন্ধানে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গত ৭ ফেব্রুয়ারি “সংসদে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে হাসলেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison : Rumor Scanner 

ভিডিওতে ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার সুমনকে বক্তব্য দিতে দেখা যায়। এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো প্রকার প্রাসঙ্গিকতা নেই। 

এছাড়া, থাম্বনেইলে থাকা অর্ধনগ্ন ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানারের ২০২৩ সালের ৫ অক্টোবর প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০১৩ সালে মেক্সিকোর সংসদ সদস্য আন্তোনিও গার্সিয়ার সংসদে পাশ পাওয়া একটি বিতর্কিত জ্বালানি আইনের বিরোধিতা করে নিজের জামা-কাপড় খুলে ফেলার দৃশ্য।

মূলত, সংসদে গত ৬ ফেব্রুয়ারি হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বক্তব্য দেন। তার সংসদে দেওয়া সেই বক্তব্যের ভিডিওর সাথে “সংসদে উলঙ্গ করে পিটালো ব্যারিস্টার সুমনকে সংসদে এটি কি ঘটালো আ.লীগ” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে, সংসদে এরূপ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সুতরাং, সংসদে আওয়ামী লীগ কর্তৃক ব্যারিস্টার সুমনকে উলঙ্গ করে পেটানো হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img