সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংস্কৃতি চর্চামূলক পরিবেশনায় হেলমেট পরিধান করে কতিপয় লোক হামলা করছে। এরই প্রেক্ষিতে উক্ত ফেসবুক ভিডিওটি ফেসবুকে প্রচার করে দাবি করা হয়, ভিডিওটিতে প্রদর্শিত হামলাকারীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর সদস্য। সংস্কৃতি চর্চায় বাধা প্রদান করতে তারা হামলাটি চালিয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত পরিবেশনায় হামলাকারীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য নয়, বরং হামলার দৃশ্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি নিয়ে পরিবেশিত ‘লাল মজলুম’ নামক পথনাটকের অংশ।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘24 Ghanta Bangladesh’ নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়৷ ‘লাল মজলুমদের গানের আসরে যা ঘটলো’ শিরোনামে গত ১৬ নভেম্বরে প্রচারিত উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
ইউটিউব ভিডিওটির ক্যাপশন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এ “রাজপথে ‘লাল মজলুম’ আবারও ফিরিয়ে আনলো জুলাইয়ের স্মৃতি” শিরোনামে গত ১৬ নভেম্বর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটিতেও আলোচিত ভিডিওর হামলার দৃশ্যটি প্রদর্শিত হয়। মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে ভিডিও সংবাদ প্রতিবেদন প্রচার করা হয়। বলা হয়, এটি একটি গণপরিবেশনা এবং অভিনয় ছিল যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত পরিবেশিত হয়েছিল। পরিবেশনাটিতে অভিনয়ের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা ধাপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।
পরবর্তীতে অনুসন্ধানে প্রথম আলো, বিডিনিউজ২৪ডটকম সহ নানা গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সংবাদ প্রতিবেদনে বর্ণিত পরিবেশনাটির বর্ণনা এবং সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। প্রথম আলোর প্রতিবেদনটিতে হেলমেট পরে আক্রমণের বিষয়টিকে উন্মুক্ত রাজপথ গণপরিবেশনার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। অভিনয়টিতে নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সদ্য ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের দৃশ্যসহ নানা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়া, এ বিষয়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, পরিবেশনাটির নির্দেশক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।
এ বিষয়ে নিশ্চিত হতে ড. শাহমান মৈশানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম৷ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি দেখে তিনি নিশ্চিত করেন, হেলমেট পরে এই হামলাটি ‘লাল মজলুম’ নামের তাদেরই পরিবেশনার অংশ ছিল। এটি গত ১৬ নভেম্বর বিকেল ৪ টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নানা এলাকা পার হয়ে শাহবাগ চত্বর পর্যন্ত পরিবেশিত হয়েছিল।
সুতরাং, জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে পরিবেশিত পথনাটকের স্ক্রিপ্টেড দৃশ্যকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্যদের হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- 24 Ghanta Bangladesh – লাল মজলুমদের গানের আসরে যা ঘটল
- Channel 24 – গণঅভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি স্মরণে ‘লাল মজলুম’
- Jamuna TV – রাজপথে ‘লাল মজলুম’ আবারও ফিরিয়ে আনলো জুলাইয়ের স্মৃতি
- Prothom Alo – রাজপথে অভ্যুত্থানের অভিনব অভিনয়
- Bdnews24.com – ‘লাল মজলুম’ বাঁকে বাঁকে সাহসের গল্প
- Statement of Shahman Moishan, Associate Professor, Department of Theatre and Performance Studies, Faculty of Arts, Dhaka University
- Rumor Scanner’s own analysis