জাতিসংঘের নির্দেশে ড. ইউনূসের দেশে না ফেরা ও শেখ হাসিনার ক্ষমতায় ফেরা শীর্ষক ভুয়া দাবি ইউটিউবে 

সম্প্রতি, জাতিসংঘের নির্দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে আর দেশে ফিরবেন না ও শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ৩০ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের নির্দেশে ড. ইউনূসের যুক্তরাষ্ট্র থেকে আর দেশে না ফেরা ও শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফেরা সংক্রান্ত দাবিগুলো সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও এবং চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর শুরুতে শেখ হাসিনাকে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। এরপরই তাকে অন্য একটি ভিডিওতেও অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। পরবর্তীতে গণভবনে শেখ হাসিনা ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর একটি ভিডিও যুক্ত করা হয়। ভিডিওর বাকি অংশে শেখ হাসিনার কয়েকটি ছবি ও ভিন্ন কিছু ভিডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে, রিভার্স ইমেজ সার্চ করে VOB TV নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ‘Prime minister Sheikh Hasina meets with UN Secretary General Antonio Guterres’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, প্রচারিত ভিডিওটি মূলত ২০২২ সালের সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে শেখ হাসিনা ও মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এর সাক্ষাতের সময়কার ভিডিও।

পরবর্তী অনুসন্ধানে ২০২৩ সালের ০৫ মার্চ মূলধারার গণমাধ্যম এখন টিভি এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাতের দৃশ্যের মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি ২০২৩ সালে কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলো নিয়ে জাতিসংঘের ৫ম সম্মেলনে শেখ হাসিনা যোগ দেওয়ার দৃশ্য।

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে ২০২৩ সালের ১অক্টোবর মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনা ও মোহাম্মদ সাহাবুদ্দিন এর সাক্ষাতের দৃশ্যের মিল পাওয়া যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি ২০২৩ সালে শেখ হাসিনা বঙ্গভবনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর সাথে সাক্ষাতের দৃশ্য।

প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবিটি সম্পর্কে বলা হয়েছে।

দেশের প্রথম সারির গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের নির্দেশে ড. মুহাম্মদ ইউনূস দেশে না ফেরার সিদ্ধান্ত নেওয়া কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতা ফিরে পাওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

তাছাড়া, আজ (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ড. ইউনূস। 

সুতরাং, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার সাক্ষাতের পুরোনো ভিডিও ও ছবি যুক্ত করে ভিত্তিহীনভাবে সম্প্রতি জাতিসংঘের নির্দেশে ড. ইউনূস আর দেশে না ফেরা ও শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফেরার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img