বৃহস্পতিবার, মে 22, 2025

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ফারজানা সিথিকে গ্রেপ্তারের দাবিটি সঠিক নয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথি সম্প্রতি, অশ্লীলতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ফারজানা সিথি গ্রেফতার দাবিটি সঠিক নয়। বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টগুলোতে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। লিংকটিতে প্রবেশ করে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারজানা সীথি গ্রেফতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যায়। প্রতিবেদনটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৯ এপ্রিল ২০২৫’ উল্লেখ রয়েছে।

কথিত প্রতিবেদনটিতে দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারজানা সিথিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। আজ ( প্রতিবেদন প্রকাশের উল্লিখিত তারিখ অনুযায়ী ২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অশ্লীল ও উস্কানিমূলক কনটেন্ট ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছিলেন ফারজানা। 

দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা সিথি তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে বেশ কিছু আপত্তিকর ছবি, ভিডিও এবং প্রচারণামূলক পোস্টের প্রমাণ উদ্ধার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে কথিত এই প্রতিবেদন প্রকাশ করা ‘sadhinnews247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

তাছাড়া, প্রতিবেদনে ব্যবহৃত ছবিটিও ফারজানা সিথির নয়। বরং, ইন্টারনেট থেকে সংগ্রহীত ভিন্ন এক মেয়ের মুখমণ্ডলে প্রযুক্তির সাহায্যে ফারজানা সিথির মুখমণ্ডলের আদলে ছবিটি সম্পাদিত করা হয়েছে। 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া তরুণী ফারজানা সিথি পরবর্তী সময়ে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে আলোচনার জন্ম দেন। তাই স্বাভাবিকভাবে ফারজানা সিথি গ্রেপ্তার হলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ফারজানা সিথি গ্রেপ্তার শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img