ক্রিকেট বোর্ড নিয়ে ব্যারিস্টার সুমনের পুরোনো মন্তব্য ছড়ালো তার সংসদে দেওয়া বক্তব্য দাবিতে

সম্প্রতি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমন জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা নেই শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ক্রিকেট বোর্ড

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে সবচেয়ে ভাইরাল ভিডিওটি ১৭ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

এখন প্রতিবেদন প্রকাশ অবধি ইউটিউবে প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লক্ষবার দেখা হয়েছে।

ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়া দাবির প্রেক্ষিতে বিষয় ফেসবুকে লিখিত আকারেও ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার টিম। এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা নেই শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে তার দেয়া পুরোনো সাক্ষাৎকারের অডিও ও সংসদে বক্তব্য দেয়ার ভিডিও এডিট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত ফুটেজের কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যারিস্টার সুমনের বক্তব্য প্রদান অংশের দৃশ্যের মিল পাওয়া যায়। তবে এই ভিডিওতে ব্যারিস্টার সুমনকে ক্রিকেট নিয়ে নয় বরং বাণিজ্য প্রতিমন্ত্রীকে ভিন্ন বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়। 

Screenshot Comparison: Rumor Scanner

পরবর্তীতে, কি-ওয়ার্ড অনুসন্ধান করে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত অডিওর মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ১লা অক্টোবর খেলাযোগের একটি সাক্ষাৎকারে ইন্টারভিউতে বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয়ে ব্যারিস্টার সুমন কথা বলেন।

Screenshot Comparison: Rumor Scanner

এছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানে ভিডিওতে প্রদর্শিত মাশরাফী বিন মোর্ত্তজার ফুটেজের মূল ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Screenshot Comparison: Rumor Scanner

জাতীয় সংসদে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে আসলেই এমন মন্তব্য করেছেন কিনা তা জানতে কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২০২৩ সালের ১লা অক্টোবর একাত্তর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকার বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে; যেটা নেই সেটা হলো লজ্জ্বা! যদি লজ্জ্বা থাকতো তাইলে এই বোর্ড এতোদিন এভাবে থাকতো না।” সম্প্রতি তার ঐ বক্তব্যের অডিও তার সংসদে দেওয়া ভিন্ন ঘটনার বক্তব্যের ভিডিওর দৃশ্যের সাথে জুড়ে দিয়ে এবং মাশরাফীর ভিন্ন ঘটনায় সংসদে বক্তব্যের একটি ভিডিও ফুটেজ যুক্ত করে ব্যারিস্টার সুমন সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনা করেছেন দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ব্যারিস্টার সুমনের সমালোচনামূলক পুরোনো মন্তব্যের অডিওকে সাম্প্রতিক সময়ে সংসদে দেওয়া তার ভিন্ন বক্তব্যের ভিডিওর সাথে জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img