সম্প্রতি, ভারতীয় সেনাপ্রধান ‘শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখানো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এছাড়া পোস্টটিতে আরও দাবি করা হয়, ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কোনো হতাহত চাননি, শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে ভারতে দিয়ে যেতে অনুরোধ করেছিলেন ভারতের সেনা প্রধানের কাছে, আমরাও বাংলাদেশ সেনাবাহিনীর অনুরোেধ কে সাড়া দিয়েছিলাম। তবে শর্ত ছিলো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ঠিক হলে বাংলাদেশ সেনাবাহিনী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে ফিরিয়ে নিয়ে ক্ষমতা পুনরায় বুজিয়ে দিবেন।’

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনীকে নিয়ে আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিগুলোর বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এমন কোনো মন্তব্যের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর বাংলা সংস্করণ বিবিসি বাংলা-এর ওয়েবসাইটে গত ১৩ জানুয়ারি অগাস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের ‘যোগাযোগ ছিল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৩ জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে বিভিন্ন আলাপ করেন। এসময় তিনি জানান, আন্দোলন চালাকালীন সময় থেকে আজ অব্দি তার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর সাথে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের সময়ও তাদের মধ্যে ঘনিষ্ট যোগাযোগ ছিল। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, উক্ত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ‘প্রক্রিয়া’টি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। তবে প্রতিবেদনটির কোথাও তাকে আলোচিত দাবিগুলো করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম The Print-এর ইউটিউব চ্যানেলে উক্ত সংবাদ সম্মেলনের সরাসরি সম্প্রচারকৃত পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উক্ত সংবাদ সম্মেলনের ভিডিওটিও পর্যালোচনা করে তাকে আলোচিত দাবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে জড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BBC বাংলা Website: অগাস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের ‘যোগাযোগ ছিল’
- The Print Youtube Channel: Live: Indian Army Chief General Upendra Dwivedi holds annual press conference