গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশব্যাপী পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েক দফা দাবি জানিয়ে ০৬ আগস্ট পুলিশ সদস্যরা কর্মবিরতির ঘোষণা দিলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ে। আর এই সুযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। মোহাম্মদপুরে ডাকাত–আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিরোধে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা।
এরই প্রেক্ষিতে, মূল ধারার গণমাধ্যম কালবেলার সূত্র ব্যবহার করে ‘মোহাম্মদপুরে ডাকাত পাহারা দিতে গিয়ে যুবক যুবতীর মধ্যে প্রেম, পারিবারিক ভাবে আগামী শুক্রবার বিয়ের সিদ্ধান্ত!’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কালবেলার সূত্র ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাত পাহারা দিতে গিয়ে যুবক যুবতীর মধ্যে প্রেম এবং পারিবারিক ভাবে আগামী শুক্রবার বিয়ের সিদ্ধান্ত দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় এবং কালবেলা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, গুজব ছড়ানোর উদ্দেশ্যে আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে কালবেলা কোনো সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে কালবেলার ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে এ বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অন্যান্য গণমাধ্যম সূত্রেও এমন কোনো ঘটনার বিষয়ে জানা যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য কালবেলার অনলাইন বিভাগের প্রধান পলাশ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি আলোচিত দাবিটি ‘ফেইক’ বলে জানান।
সুতরাং, কালবেলাকে সূত্র হিসেবে ব্যবহার করে ‘মোহাম্মদপুরে ডাকাত পাহারা দিতে গিয়ে যুবক যুবতীর মধ্যে প্রেম, পারিবারিক ভাবে আগামী শুক্রবার বিয়ের সিদ্ধান্ত!’ শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from Palash Mahmud
- Rumor Scanner’s Own Analysis