রবিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় 

সম্প্রতি, “রবিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সর্বস্তরের জনগণ আন্দোলনে অংশগ্রহণ করবে সকাল ১১ টায়” শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল (রবিবার) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। এছাড়া, দেশব্যাপী খুন ও চাঁদাবাজির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।

অনুসন্ধানে শুরুতে দেশিয় মূলধারার সংবাদমাধ্যম, শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনাব সিরাজ উদ-দৌলা খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানার টিমকে জানান, “শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গুজব।” 

প্রকৃতপক্ষে, রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল রাত থেকে বিক্ষোভ মিছিল করছে দেচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল (রবিবার) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। 

সুতরাং, রবিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শীর্ষক দাবিটি মিথ্যা ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img