সম্প্রতি, ‘সাপ্তাহিক ছুটি বাতিল, ১ আগস্ট থেকে শনিবারও খোলা থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।’- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো নোটিশ বা তথ্য পাওয়া যায়নি।
তবে, অনলাইন গণমাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে গত ০৭ মে “ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে ঈদের আগের দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
আলোচিত দাবিটি অধিকতর যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আমার জানামতে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসন উইং এর উপ-পরিচালক মোঃ নুরুল হক সিকদার বলেন, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানামতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে ২০২৫ সাল থেকে শনিবারে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার দাবি ছড়িয়ে পড়লে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Education Ministry- Website
- Directorate of Secondary and Higher Education (DSHE)- Website
- Jagonews- ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
- Education Minister- Senior Information Officer’s Statement
- Directorate of Secondary and Higher Education (DSHE)- Deputy Director Statement