সম্প্রতি, ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে সূত্র হিসেবে উল্লেখ করে ২০২৫ সাল থেকে শনিবার স্কুল-কলেজ খোলা রাখা হবে দাবিতে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্কুল-কলেজ খোলা থাকার দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খঁজে পাওয়া যায়নি। এছাড়াও, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, মূলধারার জাতীয় দৈনিক যুগান্তর এর ওয়েবসাইটে গত ০৭ ডিসেম্বর ‘শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে ২০২৫ সালে শনিবারে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মন্তব্য পাওয়া যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদার বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
উক্ত বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও (১, ২) একই তথ্য জানা যায়।
সুতরাং, ২০২৫ সাল থেকে শনিবারও সব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সব স্কুল-কলেজ খোলা থাকবে শীর্ষক দাবিগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Website: Ministry of Education
- Website: Directorate of Secondary and Higher Education (DSHE)
- যুগান্তর: শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- সারাবাংলা: শনিবার স্কুল খোলা রাখার তথ্য সঠিক নয়
- ঢাকা টাইমস: শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- Rumor Scanner’s Own Analysis