বৃহস্পতিবার, মে 22, 2025

ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক ভুয়া দাবি 

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।  

উক্ত লিংকে প্রবেশ করলে দেখা যায়, এটি ‘amardeesh247′ নাম ব্যবহার করে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইট হিসেবে তৈরি করা হয়েছে। সাইটটিতে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো ব্যবহার করা হয়েছে। যদিও এটি দৈনিক পত্রিকাটির কোনো ওয়েবসাইট নয়। amardeesh247 নামের এই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের আকস্মিক পদত্যাগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি প্রকাশের তারিখ উল্লেখ নেই। এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়। 

কথিত এই সংবাদে দাবি করা হয়, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা নিয়েছেন।

দাবি করা হয়, “জাতীয় টেলিভিশনে এক জরুরি ভাষণে ড. ইউনুস বলেন, আমি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন পক্ষের চাপের কারণে আমি আমার দায়িত্ব থেকে আয়্যাহতি নিচিত্র।” (বানান অপরিবর্তিত)

অথচ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে এমন কোনো ঘোষণার তথ্য মেলেনি। দাবিটির বিষয়ে আরো অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোতে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার হতো। উলটো আজ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে তার আজকের কার্যক্রমের ছবি পোস্ট করা হয়েছে। তিনি আজ অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবেই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন।

ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে। 

সুতরাং, ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img