সম্প্রতি, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেফতার করেছে দাবিতে ইন্টারনেটে চ্যানেল২৪ এর একটি ভিডিও প্রতিবেদনের ক্লিপ প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে প্রচারিত একটি ভিডিও-ই দেখা হয়েছে প্রায় ৯ লাখ ৫৯ হাজার বার। এছাড়াও ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে প্রায় ৩৫ হাজার ৫০০ জন এবং ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ২ হাজার ৭০০ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডা. শফিকুর রহমান গ্রেফতার দাবিতে প্রকাশিত চ্যানেল২৪ এর প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে জঙ্গি সংম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করার ঘটনায় প্রকাশিত প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার | Dr. Shafiqur Rahman | Channel 24 শীর্ষক শিরোনামে প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে জানা যায়নি বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বাংলা সংস্করণের ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. আসাদুজ্জামানের বরাতে জানা যায়, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে সে,সময়ে গ্রেফতার করা হয়।
এছাড়াও সাম্প্রতিক সময়ে ডা. শফিকুর রহমানের গ্রেফতার হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, তিনি গত ২০ মে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মরণে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সুতরাং, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24 Youtube Channel: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার | Dr. Shafiqur Rahman | Channel 24
- The Daily Star Website: জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার
- Somoy News Website: ড. আ জ ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: জামায়াত আমির