বিনোদনের জন্য তৈরি কনটেন্টকে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের আসল দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, “দেখুন অবস্থা ইউনুসের কিশোর গ্যাংদের” শিরোনামসহ ভিন্ন ভিন্ন ক্যাপশনে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন খবরের কাগজ (ইউটিউব)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলন্ত ট্রেনে এক যাত্রীকে আঘাত করে হাতে থাকা মোবাইল ফোন ছিনতাইয়ের ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা ভিডিওকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে IMRAN Comedy GP নামক ইউটিউব চ্যানেলে গত ১৫ মে তারিখে ‘ট্রেন থেকে কিভাবে মোবাইল চুরি করে #comedy’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওর দৃশ্যাবলীর সাদৃশ্য দেখতে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 
Screenshot from Facebook by Rumor Scanner 

উপরোক্ত তথ্যের উপর ভিত্তি করে এবং প্রাপ্ত একাউন্ট দুইটি (ফেসবুক, ইউটিউব) পর্যবেক্ষণ করে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর এলাকার সেলিম মিয়া এবং ইমরান বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন মজার ভিডিও বানিয়ে থাকেন এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ট্রেন থেকে মোবাইল চুরি করার ভিডিওটি ঠিক তেমনই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা কনটেন্ট। 

এছাড়া, একই পোশাক পরিহিত অবস্থায় রেলস্টেশনে বানানো একাধিক (এক, দুই, তিন) ভিডিও তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে দেখতে পাওয়া যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। 

সুতরাং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা কনটেন্টকে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের বাস্তবিক দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img