সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “বিডিআর বিদ্রোহ থেকে আয়নাঘর, শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির ছত্রছায়ায় কিভাবে কল কাঠি নেড়েছেন টিউলিপ সিদ্দিকি ইলন মাস্কের বিশ্লেষণ”।
উক্ত ভিডিওটিতে দেখা যায় বিডিআর বিদ্রোহ থেকে আয়নাঘর, শেখ হাসিনা ও তারেক সিদ্দিকির ছত্রছায়ায় কীভাবে কল কাঠি নেড়েছেন টিউলিপ সিদ্দিক, এ বিষয়ে ইলন মাস্ক বিশ্লেষণ করছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বা সম্পাদিত। প্রকৃতপক্ষে, বিডিআর বিদ্রোহ ও আয়নাঘরসহ নানা বিষয়ে টিউলিপ সিদ্দিকের হাত থাকার বিষয়ে ইলন মাস্ক কোনো পডকাস্টে মন্তব্য করেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত পডকাস্টটির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্যপ্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে টিউলিপ সিদ্দিকের বিষয়ে কোনো পডকাস্টে ইলন মাস্ক এরূপ কোনো মন্তব্য করেছেন কি না সে বিষয়ে গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রেও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, সাম্প্রতিক সময়ে ভিন্ন প্রসঙ্গে টিউলিপ সিদ্দিকের সমালোচনা করতে দেখা যায় ইলন মাস্ককে। মূলত ব্যাপক চাপের মুখে গত জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। এ বিষয়ে ইলন মাস্ক বলেছেন, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ। গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত উক্ত ভিডিওটির সম্ভাব্য মূল ভিডিও আরটিনিউজ২৪ বিডি নামক একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। উক্ত ভিডিওটির বর্ণনা অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রচারিত ভিডিও কনটেন্টটি পরিবর্তিত বা কৃত্রিম এবং এর শব্দ বা ভিজ্যুয়াল উল্লেখযোগ্যভাবে সম্পাদিত বা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে বলে লেবেল করা হয়েছে।

এই চ্যানেলের অধীনে থাকা ফেসবুক পেজেও আলোচিত ভিডিওটি পোস্ট করেছে। তবে সেখানে এরূপ কোনো লেবেল বা সতর্কতা দেওয়া হয়নি বরং, আসল দাবিতেই পোস্ট করেছে।
এছাড়া, প্রচারিত ভিডিওটিতে এডোবি স্টকের জলছাপ দেখা যায় এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি দেখা যায় যা থেকে প্রতীয়মান হয় যে, প্রচারিত ভিডিওটি আসল নয়।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে টিউলিপ সিদ্দিকের বিষয়ে ইলন মাস্কের বিশ্লেষণের ভুয়া অডিও যুক্ত করে তৈরি করা হয়েছে।
এই ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা নিয়মিতভাবে এআই এবং বিভিন্ন প্রযুক্তি দিয়ে তৈরি এমন ভুয়া কনটেন্ট প্রচার করে থাকে।
সুতরাং, বিডিআর বিদ্রোহ, আয়নাঘরসহ নানা বিষয়ে টিউলিপ সিদ্দিকের হাত থাকার বিষয়ে পডকাস্টে ইলন মাস্কের বিশ্লেষণের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis