ভিসা প্রতারণা নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের খণ্ডিত অংশ প্রতারণার উদ্দেশ্যে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেলে ২৪-এর একটি প্রতিবেদনের ভিডিও প্রচার করে হচ্ছে যেখানে সংবাদপাঠককে, ‘কোথাও দৌঁড়াদৌঁড়ি কিংবা পড়াশোনা নয়, ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে মিলছে ইউরোপ অস্ট্রেলিয়াসহ বেশকিছু স্বপ্নের দেশের ভিসা।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। পোস্টটির মাধ্যমে দাবি করা হয় বাংলাদেশিদের ইউরোপের ভিসা দেওয়া হচ্ছে যার বিস্তারিত পোস্টের মন্তব্যের ঘরের প্রথম মন্তব্যে রয়েছে। 

এমন দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যের ঘরের প্রথম মন্তব্যে দাবি করা হয়, ইউরোপের ৫ টি দেশে ৩ লক্ষ ৫৫ হাজার কর্মী নেওয়া হবে। যাতে বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য আবেদন করতে মন্তব্যটি লিংক যেতে বলা হয়।

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইউরোপের ৫ দেশে ৩ লক্ষ ৫৫ হাজার কর্মী নেওয়ার তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের ইউরোপ-আমেরিকার ভিসা প্রতারণা চক্র নিয়ে চ্যানেল ২৪-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সংবাদপাঠকের অংশটুকু কাট করে আলোচিত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে প্রাপ্ত লিংকগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় দেখা যায়, পোস্টগুলোতে একই ভিসা আবেদনের লিংক দাবি করা হলেও লিংকগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। লিংকগুলো দেখুন এখানে এবং এখানে। প্রাপ্ত লিংকগুলোতে ঢুকে দেখা যায় এর কোনোটিতেই ভিসার জন্যে আবেদনের অপশন নেই। বরং, একটিতে ইউরোপ ও কানাডার ওয়ার্ক পারমিট এবং ভিসা যোগ্যতার জন্যে প্রয়োজনীয় বিষয় সংক্রান্ত অস্পষ্ট কিছু তথ্য দেওয়া রয়েছে। অপরটিতে বিদেশে চাকরি ও ওয়ার্ক পারমিট ভিসার জন্যে কিভাবে আবেদন করতে হয় সে সংক্রান্ত অস্পষ্ট কিছু তথ্য রয়েছে। কোনোটিতেই ইউরোপের ৫ দেশে ৩ লক্ষ ৫৫ হাজার কর্মী নেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে দেখতে পাওয়া চ্যানেল ২৪ এর লোগোরসূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Channel 24 এর ইউটিউব চ্যানেলে গত ২০ জুন ঘরে বসে মোবাইলেই মিলছে ইউরোপ-আমেরিকার ভিসা! | Visa Scam | Fraud Visa শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাথে উক্ত প্রতিবেদনের শুরুর ১০ সেকেন্ডের সংবাদপাঠকের ফুটেজের হুবহু মিল রয়েছে। প্রতিবেদনের পরবর্তী অংশ পর্যালোচনায় জানা যায়, প্রতিবেদনটি মূলত ভিসা প্রতারণা চক্র নিয়ে। যারা অনলাইনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশের ভিসার জন্যে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এসব করে অনেকে বিপুল অর্থ সম্পদের মালিকও বনে গেছেন বলে প্রতিবেদনটি থেকে জানা যায়। 

সুতরাং, ভিসা প্রতারণা চক্র নিয়ে চ্যানেল ২৪-এ প্রচারিত একটি প্রতিবেদনের সংবাদ সূচনার অংশটুকু কাট করে ইউরোপের ৫ দেশে ৩ লক্ষ ৫৫ হাজার কর্মী নেওয়া হবে বলে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img