ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ধুম ৪ আসছে এবং এতে শাহরুখ খান অভিনয় করবেন শীর্ষক মিথ্যা প্রচার

সম্প্রতি, “ধুম ৪ এর আসছে। পরিচালক পাঠান খ্যাত  সিদ্ধার্থ আনন্দ। কে হতে চলছে ধুম ৪ এ নায়ক?” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Screenshot from Facebook

এছাড়াও ‘বলিউড চলচ্চিত্র Dhoom 4 এ অভিনয় করবেন শাহরুখ খান’ শীর্ষক দাবিতে আরো একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে।

Screenshot from Facebook

১ম দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে

২য় দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে

Screenshot from Twitter

টুইটারে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বলিউড চলচ্চিত্র Dhoom 4 আসছে এমন কোনো ঘোষণা দেননি পরিচালক সিদ্ধার্থ আনন্দএছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শাহরুখ খান’ এমন দাবি-ও করেননি তিনি বরং বলিউড চলচ্চিত্র পরিচালক ‘সিদ্ধার্থ আনন্দ’ এর নামে পরিচালিত ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে Dhoom 4  সিনেমার ঘোষণা ও এতে শাহরুখ খানের অভিনয় করা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যেমে জানা যায়,গত ৭ মার্চ চলচ্চিত্র পরিচালক ‘সিদ্ধার্থ আনন্দ’ এর ছবি সমেত একটি  ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট (ভুয়া) থেকে ‘Dhoom 4’ এ শাহরুখ খান অভিনয় করবে বলে একটি পোস্ট করা হয়। দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot from Twitter

সেই টুইটে লেখা ছিলো,”ভক্তদের জন্য আপডেট এসেছে! শ্যুটিং খুব দ্রুত শুরু হবে। (খলনায়কের আপডেট আগামী জানানো হবে)। খুব অধীর হয়ে আছি আমার প্রিয় শাহরুখ খানের সাথে কাজ করার জন্য!” এই টুইটের শুরুতে ধুম ৪ এবং শাহরুখ খান এর হ্যাশট্যাগ দেওয়া ছিলো।

এই একই একাউন্ট থেকেই ধুম ৪ আসছে শীর্ষক টুইটটি-ও করা হয়েছিল। যদিও সেটির আর্কাইভ রাখা সম্ভব হয়নি।

পরের দিন সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটি পোস্টে (আর্কাইভ) শাহরুখ খান এবং অক্ষয় কুমারের দুটি ছবি প্রকাশ করা হয়। সেদিন আর সেই অ্যাকাউন্ট থেকে আর কোনো পোস্ট করা হয়নি। অর্থাৎ, এই টুইটে ধুম ৪ এর (ভিলেন) ব্যপারেই তথ্য দেওয়া হয়েছে বলে একাউন্টটির ফলোয়ারগণ ধারণা করতে পারে।

Screenshot from Twitter

অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, গত ৫ মার্চ ‘সিদ্ধার্থ আনন্দ’ নামের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টটি ভুয়া উল্লেখ করে “Pathaan director Siddharth Anand’s verified Twitter account is FAKE” শীর্ষক শিরনামে ‘Pinkvilla’ নামের ভারতের একটি লাইফস্টাইল বিষয়ক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

Screenshot from Mensxp

সেই প্রতিবেদনে বলা হয়, তার নামে একটি টুইটার অ্যাকাউন্ট ভ্যারিফাইড করা হয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে এটি একটি ভুয়া অ্যাকাউন্ট।

এছাড়াও, গত মার্চের ৯ তারিখ পুরুষদের লাইফস্টাইল বিষয়ক ভারতীয় ম্যাগাজিন  ‘Mensxp’ এর অনলাইন সংস্করণে “Fact Check: Is Shah Rukh Khan Joining Siddharth Anand For ‘Dhoom 4’ Following Pathaan’s Success?” শীর্ষক শিরোনামে একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , ‘সিদ্ধার্থ আনন্দ’ এর অ্যাকাউন্টটিতে ব্লু টিক থাকলেও এই পোস্টের বানানে ভুল, শব্দের মাঝে ফাকা জায়গা না রাখা, পাঠান চলচ্চিত্রের বক্স অফিসের কোনো তথ্য এখানে না দেওয়ায় এটি সত্যিকার মনে হচ্ছে না।

Screenshot from Hindustan Times

গত মার্চের ৭ তারিখ ভারতের জনপ্রিয় বিনোদন গণমাধ্যম ‘Koimoi’ এ “Shah Rukh Khan X Dhoom 4: Did Pathaan Director Siddharth Anand Just Drop The Biggest Bomb? Here’s The Truth Behind The Viral Twitter Post” শীর্ষক একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিদ্ধার্থ আনন্দ এর টুইটার অ্যাকাউন্টটি ভুয়া।

ভারতীয় গণমাধ্যম Hindustan Times এ গত ৬ মার্চ Hrithik Roshan and Siddharth Anand wrap up Fighter schedule, share video. Watch শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদে বলা হয় সিদ্ধার্থ আনন্দ এখন তার পরবর্তী চলচ্চিত্র ‘ফাইটার’ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। তাই এই মূহূর্তে সিদ্ধার্থ আনন্দ ধুম ৪ নিয়ে পরিকল্পনা করারও কথা না।

Screenshot from Hindustan Times

এছাড়াও, শাহরুখ খান এর ধুম ৪ এ অভিনয় করার ব্যাপারে ইন্টারনেট এবং তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

আপডেটঃ পরবর্তীতে দেখা যায়, ‘Siddharth Anand’ নামে টুইটারে যে ভেরিফাইড অ্যাকাউন্টটি ছিলো সেটি এখন নাম পরিবর্তন করে ‘Lokesh Prabhas’ হয়েছে। এছাড়াও ব্লু টিক মার্কটি এখন আর নেই।

Screenshot from Twitter.

মূলত, গত ২৫শে জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ খান অভিনীত সিনেমা “পাঠান” মুক্তি পাওয়ার পর তা ব্যবসায়িকভাবে সফল হয়। পরবর্তীতে  অর্থের বিনিময়ে টুইটারে ব্লু টিক ভেরিফিকেশন ফিচার ব্যবহার করে কিংবা ভিন্ন কোনো উপায়ে সিদ্ধার্থ আনন্দ এর নামে পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ধুম ৪ আসছে এবং এতে শাহরুখ খান অভিনয় করবেন বলে প্রচার করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে বিনোদন ক্ষেত্রের বিভিন্ন বিভ্রান্তিকর বা ভুয়া তথ্যের সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং,বলিউড চলচ্চিত্র ধুম ৪ আসছে এবং এতে শাহরুখ খানের অভিনয় করবে শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img