বাবর আজমের সঙ্গে তার সতীর্থ ক্রিকেটারের প্রেমিকার গোপন সম্পর্ক শীর্ষক সংবাদটি মিথ্যা

সম্প্রতি, “আবারও যৌন কেলেঙ্কারিতে বাবর আজম। দলে সুযোগের শর্তে সতীর্থের প্রেমিকার সাথে করছেন গোপন সম্পর্ক।” শীর্ষক একটি তথ্য মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে এমন গণমাধ্যমগুলোর মধ্যে আছে সময় টিভি, দেশ রূপান্তর, কালবেলা, রাইজিং বিডি, বিডি২৪ লাইভ, বিডি ক্রিকটাইম, বিডি২৪ রিপোর্ট, যমুনা টিভি, একাত্তর টিভি, দৈনিক করতোয়া, যায়যায়দিন, ক্রিকফ্রেঞ্জি, সংবাদ প্রকাশ, একুশে সংবাদ, সোনালী নিউজ।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দল থেকে বাদ না দেয়ার শর্তে বাবার আজম তার সতীর্থ ক্রিকেটারের প্রেমিকার সাথে গোপন সম্পর্ক বা সেক্সটিং করছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং যার সূত্রে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকদশ করেছে সেই সূত্রই পরবর্তীতে বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছেন।  

বাবর আজমের সতীর্থের প্রেমিকার সাথে গোপন সম্পর্ক শীর্ষক সংবাদগুলো পর্যালোচনা করে দেখা যায় সংবাদগুলো ডা. নিমো যাদব নামের এক ব্যক্তির করা টুইটের বরাতে প্রচার করা হয়েছে।

Dr. Numo Yadav নামের এক ব্যক্তি টুইটারে “Babar Azam sexting with gf of another Pakistan cricketer and promising her that her bf won’t be out of team if she keeps sexting with him is just” শীর্ষক একটি টুইট করেছিলেন।

পরবর্তীতে ডা. নিমো যাদব এর এই টুইটের ভিত্তিতে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে এই সংবাদটি ছড়িয়ে পড়ে। 

ডা. নিমো যাদব এর টুইটার অ্যাকাউন্ট অনুসন্ধান করে পরবর্তীতে দেখা যায় তিনি সেই টুইটটি ডিলিট করে দিয়েছেন এবং একটি টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার টুইটের ভিত্তিতে ফক্স স্পোর্টস সংবাদ প্রকাশ করলে ডা. নিমো যাদব ফক্স ক্রিকেটের সেই টুইটে বিষয়টি মিথ্যা চিহ্নিত করে বলেন, “টুইটটি ডিলিট করুন, ‘সেক্সটিং এর জন্য দলে বিএফ’ শীর্ষক এ গল্পটি মিথ্যা, আমি এটি ব্যঙ্গাত্মক হিসেবে লিখেছিলাম।” 

পরবর্তীতে অবশ্য ফক্স ক্রিকেট তাদের টুইট এবং ফক্স স্পোর্টসে প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নেয় তারা। তবে নিজের করা সেই টুইটটি স্যাটায়ার বলে জানলেও সে সময় সেখানে কোনো ডিসক্লেইমার না দেয়ায় এটি ছড়িয়ে পড়ে। এখানে উল্লেখ্য থাকে নিমো যাদব এর টুইটের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা ফক্স স্পোর্টস এর বরাতে বাংলাদেশের বেশকিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

ডা. নিমো যাদব কেবল তার করা টুইটের ভিত্তিতে, কোনোরূপ যাচাই না করে সংবাদ প্রচার করার কারণে মিডিয়াগুলিকে Fool এবং Clown হিসেবেও সম্বোধন করে অপর এক টুইটে বলেছেন, “আমাদের কি জোকার মিডিয়া! Mirror Now এখন আমার ব্যঙ্গাত্মক টুইটের উপর ভিত্তি করে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে এবং সংবাদের উৎস (আমার) যাচাই না করেই বাবর আজমের উপর জঘন্য অভিযোগ করেছে।”

অপর আরেক টুইটে তিনি লিখেছেন, “এমন বোকা সাংবাদিক দেখিনি, এটা একটা দুঃখজনক প্রচারণা, ভারতীয় মিডিয়া কোন প্রমাণ ছাড়াই বাবরের বিরুদ্ধে জঘন্য প্রচারণা চালাচ্ছে।”

কেবল ডা. নিমো যাদব এর টুইটের ভিত্তিতেই, কোনোরূপ যাচাই ছাড়াই বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে সমালোচনাও করছে অনেকে।

অপরদিকে নিজের করা সেই টুইটকে স্যাটায়ার হিসেবে উল্লেখ করলেও উক্ত টুইটে কোনো ডিসক্লেইমার না থাকায় এবং বাবর আজমকে নিয়ে বাজে ধরনের মজা করায় অনেকের তোপের মুখেও পড়েছেন Dr Nimo Yadav নামের ওই টুইটার ব্যবহারকারী। যদিও ওই ব্যক্তি নিজের অবস্থানে অনড় থেকে একটি টুইটে লিখেছেন, “একটি জরুরী বিষয়। যাঁরা বলছেন যে আমার এরকম করা উচিত হয়নি,  আমি যখন আপনার অপছন্দের লোক বা দলকে নিয়ে এরকম করব, তখন উপভোগ করবেন না। দ্বিতীয়ত, আমি কাউকে গিয়ে বলিনি যে আমার টুইটের রিটুইট করুন বা আমার টুইটে লাইক করুন। তৃতীয়ত, মিডিয়া কি খবর করছে, সেটা আমায় দায়িত্ব নয়। চতুর্থত, আমি মজার জন্য টুইটার ব্যবহার করি।”

ডা. নিমো যাদব এর টুইটার অ্যাকাউন্টের বায়োতে লেখা রয়েছে, ‘প্যারোডি অ্যাকাউন্ট, অ্যাথলেট, রিসার্চ অ্যানালিস্ট, প্রাক্তন রঞ্জি খেলোয়াড়, ফ্যাক্ট-চেকার এবং আইআইটি খড়্গপুর।’

মূলত, Dr. Nimo Yadav নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে বাবর আজম তার সতীর্থের প্রেমিকার সাথে সতীর্থকে দল থেকে বাদ না দেয়ার শর্তে অশ্লীল আলাপ করছেন শীর্ষক একটি দাবি প্রথম প্রচার করেন। পরবর্তীতে তার টুইটের ভিত্তিতে ভারতীয় মিডিয়া বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংবাদটি প্রচারিত হয়। পরবর্তীতে ডা. নিমো যাদব নামের উক্ত ব্যক্তি নিজের করা টুইটটি ডিলিট করে দিয়ে বিষয়টি মিথ্যা বলে নিজেই নিশ্চিত করেছেন। পাশাপাশি তার করা টুইট কোনোরূপ যাচাই না করে সংবাদ প্রচার করার কারণে মিডিয়াগুলিকে Fool এবং Clown হিসেবেও সম্বোধন করেছেন তিনি। 

প্রসঙ্গত, Eish.arajpoot1 ইউজার নেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিছু স্ক্রিনশট/ভয়েস/ভিডিও প্রচারের মাধ্যমে বাবর আজমের বিপক্ষে প্রতারণার অভিযোগ করা হয়েছিলো। সেই চ্যাট বা ভয়েসে সেক্সটিং কিছু দেখা যায়নি। উক্ত অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় নেই। তবে একই নাম ও ছবির অনেকগুলো ভুয়া আইডি রয়েছে। 

অভিযোগকারী সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চ্যাট, ভয়েস ইত্যাদি বাবর আজমের কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তা নিশ্চিত হওয়া না গেলেও সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা একটি ভিডিও কলের স্ক্রিনশট এডিটেড হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মার্ককৃত ছবিটি দেখুন এখানে

এছাড়াও, উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত চ্যাট এবং ভয়েসে সেক্সটিং করার মতো কিছু পাওয়া যায়নি।

সুতরাং, বাবর আজম তার সতীর্থ ক্রিকেটারের প্রেমিকার সাথে তার সতীর্থকে দল থেকে বাদ না দেয়ার শর্তে গোপন সম্পর্ক করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img