নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে

সম্প্রতি, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে। 

প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, তথ্য প্রদান, পুরুষ কাউন্টার, মহিলা কাউন্টার, স্পেশাল কাউন্টারা (মহিলা), পাসপোর্ট ডেলিভারী কাউন্টার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগন আগামী ২১ ফ্রেব্রুয়ারি ২০২৫ ইং দুপুর ১২ টা’র মধ্যে। এবং যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন। পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে হবে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উক্ত পাসপোর্ট অফিসের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ করা হয়নি। 

এ বিষয়ে অনুসন্ধানে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ রিউমর স্ক্যানারকে জানিয়েছে, তারা এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেননি।

তাছাড়া, রিউমর স্ক্যানারের বিশেষায়িত শাখা রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট গেল বছর এই ধরণের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কথিত বিজ্ঞপ্তিটির একই ফর্মেট ব্যবহার একাধিক প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রমাণ পাওয়া গেছে।  

২০২২ সালে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের নামে এ সংক্রান্ত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রেক্ষিতে এটিকে ভুয়া উল্লেখ করে চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক জানান, “পাসপোর্ট অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে নিয়োগের যাবতীয় তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ও স্বাক্ষর থাকবে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারটি তৈরি করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহার করা হয়েছে মোবাইলের ফ্রন্ট।”

সুতরাং, নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img