সম্প্রতি, ‘সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘ওয়েস্টেরস বিশ্ববিদ্যালয়’ শীর্ষক শিরোনামে প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘ওয়েস্টেরস বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ব্যবহার করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ৩০ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে ‘সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক শিরোনামে একটি পোস্ট পাওয়া যায়।

ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ লেখাটি সম্পাদনা করে ‘ওয়েস্টেরস বিশ্ববিদ্যালয়’ লিখে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডে ‘ওয়েস্টেরস বিশ্ববিদ্যালয়’ লেখায় ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়৷
এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর সাতটি বড় সরকারি কলেজকে একত্রিত করে যে পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, এর নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন একটি কমিটি এই নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এই নামটি চূড়ান্তভাবে গ্রহণ করা হতে পারে।
সুতরাং, সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘ওয়েস্টেরস বিশ্ববিদ্যালয় দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।