বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দল থেকে বহিষ্কার সংক্রান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

প্রেস বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত, ১/১১ এর মদদদাতা ও শেখ হাসিনার পাতানো ডামি নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে ১/১১ এর সাবেক সেনা প্রধান মহি উদ্দিন আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ জাবেদ কে গোপনে সমর্থনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান বরকত উল্যা ভুলুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

এছাড়াও দাবি করা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এই সিদ্ধান্ত অনুমোদন জানান, এবং জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মী কোনরূপ তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বিএনপি

উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দলীয় পদ থেকে বহিষ্কার সংক্রান্ত প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয় বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য না পেয়ে বিএনপির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে সতর্ক করা হয়েছে। এছাড়াও, ‘BNP Media Cell’ ফেসবুক পেজ থেকেও আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে সতর্ক করা হয়েছে।

Image: BNP

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্বাক্ষর জাল করে ভুয়া এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। 

সুতরাং, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party-BNP: Facebook Post
  • BNP Media Cell: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img