গত ১৮ জুলাই ফেসবুকে একাধিক ডিজিটাল ব্যানার পোস্ট করে দাবি করা হয়েছে, নারী কোটা বাতিলসহ চাকরিতে নারীদের প্রত্যাহার ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৩০% কোটা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন কোনো দাবি জানিয়ে তাদের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে কোনো পোস্ট করেনি এবং কোনো গণমাধ্যম মারফতেও দলের পক্ষ থেকে এমন কোনো দাবি জানায়নি দলটি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাদের লোগো ব্যবহার করে আলোচ্য দাবি সম্পর্কিত ডিজিটাল ব্যানারগুলো তৈরি করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজ বিশ্লেষণ জানা যায়, প্রচারিত পোস্টারগুলো প্রচারের দিনই অর্থাৎ গত ১৮ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি হত্যার বিচার ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য ৫ দফা দাবি জানিয়েছিল। এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রচারিত পোস্টারে নামে শেষাংশ ‘ইসলামী’ ব্যবহার করলেও প্রচারিত পোস্টারগুলো ‘ইসলামি’ লেখা রয়েছে।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কোটা বাতিল ও নারীদের চাকরি থেকে প্রত্যাহার এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৩০% কোটার দাবি জানিয়েছে শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Bangladesh Jamaat-e-Islami: Facebook Post
- Rumor Scanner’s own analysis