সম্প্রতি, ঐশী চৌধুরী নামের মিরপুর নিবাসী এক ডিভোর্সি নারীর জন্যে দ্রুত সময়ের মধ্যে একজন ঘরজামাই পাত্র প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিয়ের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
গত আগস্ট মাসে একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিয়ের বিজ্ঞাপনে ব্যবহৃত ছবিটির নারীর নাম ঐশী চৌধুরী নন। বরং, ছবির নারীর নাম ইশরাত জাহান ঊর্মি এবং তিনি ডিভোর্সি নন। ঊর্মির কোনো প্রকার অনুমতি ব্যতীত তার ছবিটি আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে Golden View নামক পেজটি থেকে প্রচারিত বিয়ের বিজ্ঞাপনের পোস্টটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে পোস্টটির মন্তব্যের ঘরে Burhan Uddin নামের একজন ব্যক্তি একটি মন্তব্য দেখতে পাওয়া যায়। যেখানে তিনি দাবি করেন উক্ত বিজ্ঞাপনে ব্যবহৃত ছবিটির নারী একজন মহিলা সাংবাদিক। তিনি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন। এছাড়াও ছবিটি ওই নারীর অনুমতি ছাড়াই ব্যবহার করার একটি সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
পোস্টটির মন্তব্যের ঘর পর্যালোচনার মাধ্যমে মামুনুর রশিদ বেলালি নামের আরেক ব্যক্তির একটি মন্তব্যের সন্ধান পাওয়া যায়। তিনি দাবি করেন, ছবিটির নারী বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের একজন উপস্থাপিকা।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডিবিসি নিউজের উপস্থাপিকা Israt Zahan Urmi এর ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ২৩ সেপ্টেম্বর করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।
পোস্টটিতে তিনি Golden View নামক পেজটি থেকে তার ছবি ব্যবহার করে প্রচারিত বিয়ের বিজ্ঞাপনের দুটি স্ক্রিনশট ব্যবহার করেন। এছাড়াও ক্যাপশনের মাধ্যমে ছবিগুলো যে তার অনুমতি ব্যতীত ব্যবহার করা হয়েছে এমন ইঙ্গিতও দেন।
পরবর্তীতে বিয়ের বিজ্ঞাপনে ব্যবহৃত তথ্যগুলোর সত্যতা যাচাইয়ে তার সাথে যোগাযোগ করা হলে রিউমর স্ক্যানারকে তিনি জানান, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটির সবগুলো তথ্যই ভুয়া। এছাড়াও তিনি ডিভোর্সি নন। মূলত, পূর্বেও অনুমতি ব্যতীত তার ছবি ব্যবহার করে এমন প্রতারণামূলক পোস্ট করা হয়েছে। যা তার জন্যে বেশ বিব্রতকর।
সুতরাং, ডিবিসি নিউজের উপস্থাপিকা ইশরাত জাহান ঊর্মির ছবি ব্যবহার ঐশী চৌধুরী নামের নারীর নামে বিয়ের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Golden View Facebook Page Post
- Israt Zahan Urmi Facebook Account Post
- Rumor Scanner’s Own Analysis