সম্প্রতি, সংবাদমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে’র লোগো সম্বলিত পৃথক পৃথক ফটোকার্ডে তারেক রহমানের নির্দেশে মেজর(অব.) আক্তারুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়।
ফেসবুকে প্রচারিত প্রথম আলো’র লোগো সম্বলিত ফটোকার্ড দেখুন এখানে(আইকাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফেসবুকে একই দাবিতে প্রচারিত ডেইলি স্টারে’র লোগো সম্বলিত ফটোকার্ড দেখুন এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেজর (অব.) আক্তারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেননি বরং প্রথম আলো এবং ডেইলি স্টারে’র ফটোকার্ড নকল করে ভুয়া তথ্যটি প্রচার করা হচ্ছে।
প্রথমত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মেজর(অব.) আক্তারুজ্জামানের দায়িত্ব নেওয়ার বিষয়ে দেশিয় কোনো সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোন সূত্র থেকে উক্ত দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
প্রথম আলো কী উক্ত শিরোনামে ফটোকার্ড প্রকাশ করেছে?
অনুসন্ধানে, প্রথম আলো’র ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশিত এরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড এবং প্রথম আলো’র প্রচলিত ফটোকার্ডের ফন্টের মধ্যে ভিন্নতা খুঁজে পাওয়া যায়।
ডেইলি স্টার কী উক্ত শিরোনামে ফটোকার্ড প্রকাশ করেছে?
অনুসন্ধানে, দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও ২৯ অক্টোবর প্রকাশিত এরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড এবং ডেইলি স্টারে’র ফেসবুক পেজে পাওয়া প্রচলিত ফটোকার্ডের ফন্টের মধ্যে অমিল খুঁজে পাওয়া যায়।
এ ব্যাপারে অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরে’র সাথে যোগাযোগ করা হলে তিনি তথ্যটিকে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেজর (অব.) আক্তারুজ্জামানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
মূলত, আজ ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। তার গ্রেপ্তারের প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেজর(অব.) আক্তারুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষক দাবিতে মূলধারার গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে’র ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গণমাধ্যম দুইটির ফটোকার্ড নকল করে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও প্রথম আলো’র ফটোকার্ড নকল করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া তথ্য প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মেজর (অব.) আক্তারুজ্জামানকে দায়িত্ব দেওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে ডেইলি স্টার এবং প্রথম আলো’র নামে প্রচারিত ফটোকার্ড দুইটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Facebook Page: Prothom Alo
- Facebook Page: The Daily Star
- Statement of Shairul Kabir, Member, BNP Chairperson’s Media Wing
- দৈনিক ইনকিলাব: “বিএনপি থেকে মেজর (অব.) আক্তারুজ্জামান বহিষ্কার”