সম্প্রতি, “গরমে জার্সি পড়ে বাহিরে বের হতে বললেন হিট অফিসার” শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ফটোকার্ড দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন গরমে জার্সি পড়ে বাইরে বের হওয়ার কোন পরামর্শ দেননি এবং উক্ত শিরোনামে ডিবিসি নিউজও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ফটোকার্ডটিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিবিসি নিউজের লোগো রয়েছে। পাশাপাশি ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২১ এপ্রিল, ২০২৪ উল্লেখ করা হয়েছে।
উক্ত তারিখের সূত্র ধরে গত ২১ এপ্রিল ডিবিসি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে ২১ এপ্রিল প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ডিবিসি নিউজের ওয়েবসাইটেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে গত ২১ এপ্রিল “গরমে ছাতা নিয়ে বাইরে বের হতে বললেন হিট অফিসার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডে ব্যবহৃত চিফ হিট অফিসার বুশরা আফরিনের ছবি ও ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন ও ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডের শিরোনামের প্রথম লাইনে ব্যবহৃত ফন্টের সাথে ডিবিসি নিউজের ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।
আলোচিত ফটোকার্ডটির শিরোনামে “গরমে ছাতা নিয়ে বাইরে” বাক্যাংশের পরিবর্তে “গরমে জার্সি পড়ে বাহিরে” বাক্যাংশটি যুক্ত করা হয়েছে।
যা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট বা সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, বিষয়টির অধিকতর সত্যতা নিশ্চিতের লক্ষ্যে ডিবিসি নিউজের সিনিয়র ডিজিটাল মিডিয়া ম্যানেজার মো: কামরুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, আলোচিত ফটোকার্ডটি এডিট করে তৈরি করা হয়েছে। ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলত, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ২১ এপ্রিল “গরমে ছাতা নিয়ে বাইরে বের হতে বললেন হিট অফিসার” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হয়। উক্ত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তি সহায়তায় এডিট বা সম্পাদনা করে “গরমে জার্সি পড়ে বাহিরে বের হতে বললেন হিট অফিসার” শীর্ষক শিরোনামে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, “গরমে জার্সি পড়ে বাইরে বের হতে বললেন হিট অফিসার” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News: Facebook Page
- DBC News: Website
- DBC News: Facebook Post