সম্প্রতি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের বিষয়টিকে জোরপূর্বক দাবি করে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেসময় তাদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষও হয়। এর প্রেক্ষিতে যমুনা টিভি ‘এবার গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভি ‘এবার গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন’ শীর্ষক শিরোনামে বা তথ্যে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে যমুনা টিভির আদলে তৈরি আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ফটোকার্ডটি প্রকাশের তারিখ ১১ আগস্ট ২০২৪ উল্লেখ করা রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনা করেও ১১ আগস্ট আলোচিত শিরোনামের প্রচারিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গত ১২ আগস্ট ‘যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না।’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যেটিতে ‘এবার গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন’ শীর্ষক শিরোনামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটিকে যমুনা টিভির পক্ষ থেকে ভুয়া বলে জানানো হয়।
সুতরাং, ‘এবার গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।