গুজব ছড়ানোর অপরাধে ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গুজব ছড়ানোর অপরাধে অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ফ্রান্স পুলিশ আটক করেছে দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

 রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘গুজব ছড়ানোর অপরাধে ফ্রান্স পুলিশের হাত আটক জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট পিনাকি ভট্টাচার্য’ শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়াও পিনাকী ভট্টাচার্যের আটক হওয়ার দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল করে পিনাকী ভট্টাচার্যের আটক হওয়ার দাবিতে প্রচারিত ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং প্রকাশের তারিখ ১১ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করেও উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবি সম্বলিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশিয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

Photocard Comparison by Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ‘গুজব ছড়ানোর অপরাধে ফ্রান্স পুলিশের হাত আটক জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট পিনাকি ভট্টাচার্য’ শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img